Tuesday, May 6, 2025

জনসংযোগ যাত্রা: অভিনন্দন মমতার, পাল্টা টুইটে দলনেত্রীকে ধন্যবাদ অভিষেকের

Date:

তৃণমূলে নব জোয়ার- এই ধরনের কর্মসূচি এই প্রথম নিয়েছে জোড়াফুল শিবির। মঙ্গলবার, থেকে যাত্রা শুরু। সোমবারেই দু মাসের জন্য ঘর ছেড়ে রওনা হচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে সোমবার সকালে এই জনসংযোগ যাত্রার সাফল্য কামনা করে এবং অভিনন্দন জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। দিদিকে টুইট করে ধন্যবাদ জানিয়ে এই বার্তা দিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

নিজের টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,
“প্রথম ধরনের রাজনৈতিক প্রচারাভিযান- তৃণমূলে নব জোয়ার। আমি অভিষেক এবং সমস্ত দলীয় কর্মীদের রাজ্যজুড়ে #JonoSanjogYatra শুরু করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই।
আমরা তৃণমূলে প্রগতি ও উন্নয়নের একটি নতুন তরঙ্গের সূচনা করার লক্ষ্য নিয়েছি। এজন্য আমরা বিনীতভাবে এই প্রচেষ্টা সফল করার জন্য বাংলার মানুষের আশীর্বাদ কামনা করছি।”

এর উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন,
“ধন্যবাদ দিদি! জাতি, গোষ্ঠী, ধর্ম বা রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত পরিবারের কাছে আপনার জন কল্যাণমূলক উদ্যোগগুলি পৌঁছনোর বিষয়ে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। পশ্চিমবঙ্গ অন্যদের কাছে অনুপ্রেরণার আলোকবর্তিকা হিসাবে কাজ চালিয়ে যাবে।”


জনসংযোগ যাত্রায় সোমবার থেকে টানা দুমাস বাংলার পথে ঘুরবেন, রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। স্থানীয়দের থেকে জেনে নেবেন, তৃণমূলের প্রার্থী হিসেবে কাকে দেখতে চান তাঁরা। তীব্র গরম সত্ত্বেও ২৫ তারিখ থেকে জনসংযোগ যাত্রায় বেরোবেন অভিষেক সঙ্গে থাকবেন বেশ কয়েকজন তৃণমূল নেতা- সাংবাদিক বৈঠকে একথা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে অভিষেক জানান, “দুমাস রাস্তাতেই থাকব। বাড়ি ফিরব না।” সেই মতোই শুরু হচ্ছে তৃণমূলে নব জোয়ার।

 

Related articles

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...
Exit mobile version