Saturday, August 23, 2025

জনসংযোগ যাত্রা: অভিনন্দন মমতার, পাল্টা টুইটে দলনেত্রীকে ধন্যবাদ অভিষেকের

Date:

তৃণমূলে নব জোয়ার- এই ধরনের কর্মসূচি এই প্রথম নিয়েছে জোড়াফুল শিবির। মঙ্গলবার, থেকে যাত্রা শুরু। সোমবারেই দু মাসের জন্য ঘর ছেড়ে রওনা হচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে সোমবার সকালে এই জনসংযোগ যাত্রার সাফল্য কামনা করে এবং অভিনন্দন জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। দিদিকে টুইট করে ধন্যবাদ জানিয়ে এই বার্তা দিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

নিজের টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,
“প্রথম ধরনের রাজনৈতিক প্রচারাভিযান- তৃণমূলে নব জোয়ার। আমি অভিষেক এবং সমস্ত দলীয় কর্মীদের রাজ্যজুড়ে #JonoSanjogYatra শুরু করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই।
আমরা তৃণমূলে প্রগতি ও উন্নয়নের একটি নতুন তরঙ্গের সূচনা করার লক্ষ্য নিয়েছি। এজন্য আমরা বিনীতভাবে এই প্রচেষ্টা সফল করার জন্য বাংলার মানুষের আশীর্বাদ কামনা করছি।”

এর উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন,
“ধন্যবাদ দিদি! জাতি, গোষ্ঠী, ধর্ম বা রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত পরিবারের কাছে আপনার জন কল্যাণমূলক উদ্যোগগুলি পৌঁছনোর বিষয়ে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। পশ্চিমবঙ্গ অন্যদের কাছে অনুপ্রেরণার আলোকবর্তিকা হিসাবে কাজ চালিয়ে যাবে।”


জনসংযোগ যাত্রায় সোমবার থেকে টানা দুমাস বাংলার পথে ঘুরবেন, রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। স্থানীয়দের থেকে জেনে নেবেন, তৃণমূলের প্রার্থী হিসেবে কাকে দেখতে চান তাঁরা। তীব্র গরম সত্ত্বেও ২৫ তারিখ থেকে জনসংযোগ যাত্রায় বেরোবেন অভিষেক সঙ্গে থাকবেন বেশ কয়েকজন তৃণমূল নেতা- সাংবাদিক বৈঠকে একথা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে অভিষেক জানান, “দুমাস রাস্তাতেই থাকব। বাড়ি ফিরব না।” সেই মতোই শুরু হচ্ছে তৃণমূলে নব জোয়ার।

 

Related articles

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...
Exit mobile version