Thursday, December 25, 2025

বিজেপির ওয়াশিং মেশিন নয়, তৃণমূলে থেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান তাপস

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। সিবিআই তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে। ঘণ্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। গ্রেফতারির আশঙ্কা থাকলেও, তা অবশ্য হয়নি। এদিকে, তিনি নির্দোষ, তাঁর বিরুদ্ধে দলের একাংশ চক্রান্ত করছে বলে অভিযোগ তাপসবাবুর। সিবিআই তাঁর বাড়িতে হানা দিলেও দলের কেউ খোঁজখবর নেননি বলে অভিমানের সুরও শোনা গিয়েছে তাঁর গলায়।

আরও পড়ুন:তাপস সাহার বাগান বাড়িতে খা.সির মাং.সে পিকনিক! কারণ জানলে অবাক হবেন

তাহলে কি দল ছাড়বেন তাপস সাহা? তাঁর দলত্যাগের সম্ভাবনার জোর জল্পনা শুরু হয়। তবে দল ছাড়ার কোনও প্রশ্নই নেই। অন্য দলেও নাম লেখানোর কোনও ইচ্ছা নেই তাঁর। তেহট্টে নিজের বাড়িতে বসে দল বদলের সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন তাপস সাহা। বলেন, “দল ছাড়ব কেন? আরে বাবা, দল যখন করছি, তখন বিজেপিতে যাওয়ার প্রসঙ্গই নেই।” ঘনিষ্ঠ মহলে তাপস জানিয়েছেন, দল ছাড়াটা কোনও সমাধান নয়। বরং, দলের মধ্যে থেকে নিজেকে নির্দোষ, নিরপরাধ প্রমাণ করতে চান তিনি। কারণ, এখন বিজেপিতে গেলেই প্রশ্ন উঠবে, তাহলে নিশ্চয় শুভেন্দু অধিকারীদের মতো চুরি-দুর্নীতি করে ওয়াশিং মেশিনে সাফ হতে এসেছেন, কাউকে এমন কথা বলার সুযোগ দিতে চান না তাপস। তাই তৃণমূলে থেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া তিনি।

দলের সঙ্গে তাপসের মনোমালিন্য, মান-অভিমান বা সংঘাত নতুন নয়। ২০১১ সালে পরিবর্তনের বিধানসভা ভোটে তেহট্ট থেকে দলের টিকিট না পেয়ে তাপস সাহা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান। সাময়িক ভাবে তৃণমূল তাঁকে বহিষ্কার করে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তেহট্টে এসে জনসভা করেন। তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে দেন নির্দল তাপস। পরে দল তাপসকে ফিরিয়ে নেয়। এরপর ২০১৬ ও ২০২১-এর ভোটে যথাক্রমে পলাশিপাড়া ও তেহট্ট কেন্দ্রে জিতে তৃণমূল বিধায়ক হন তিনি।

তাপসের দল ছাড়ার জল্পনায় জল ঢেলে দেন তৃণমূলের নদিয়া জেলা উত্তর সাংগঠনিক জেলা সভাপতি কল্লোল খাঁ। তিনি বলেন, “উনি (তাপস সাহা) দলকে ভালবাসেন। আমার মনে হয় না যে, তিনি অন্য রাজনৈতিক দলে যোগ দেবেন। এসব রটনা।”

 

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...