কুস্তিগিরদের তরফে সোমবার বিজেপি সাংসদ তথা কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ করা হয়েছিল।মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। এবার দেশের সর্বোচ্চ আদালত চিঠি দিল দিল্লি পুলিশকে। সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দেখতে চাইল।সোমবারই সুপ্রিম কোর্টের কাছে সাত জন কুস্তিগির আবেদন করেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে যাতে এফআইআর নেওয়া হয়।
আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, শুক্রবার এই মামলার শুনানি হবে।সোমবার দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন, সাতটি অভিযোগ করা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। সবক’টিরই তদন্ত করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে শক্তিশালী কোনও অভিযোগ এলেই এফআইআর দায়ের করা হবে।
এই আশ্বাসের পরেও যন্তর মন্তরে আবার ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সর্বসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছেন তাঁরা। যত দিন না তাঁদের সেই দাবি পূরণ হচ্ছে তত দিন তাঁরা ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, বক্সার মেরি কমের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করেছে। এপ্রিলের প্রথম সপ্তাহে তদন্তের রিপোর্টও জমা দিয়েছে সেই কমিটি। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি। এখানেই আপত্তি জানিয়েছেন কুস্তিগিররা।
প্রথম দিকে না চাইলেও,তাঁদের এই ধর্নায় সব রাজনৈতিক দলকে যুক্ত হওয়ার ডাক দিয়েছেন বজরং পুনিয়া। তিনি বলেছেন, এ বার আমরা চাই যে কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টির মতো সব দল আমাদের সমর্থন করুক। পাশে দাঁড়াক। সবাইকে স্বাগত। এই লড়াই কুস্তিগিরদের জন্য লড়াই।