Wednesday, November 12, 2025

নতুন করে উত্তেজনা ছড়াল কালিয়াগঞ্জে।মঙ্গলবার রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে দেদার ইটবৃষ্টির অভিযোগ।এমনকী আগুন ধরিয়ে দেওয়া হয় থানায়।  বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করল পুলিশ।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হল কাঁদানে গ্যাস। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।  পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় আন্দোলনকারীদের। ফের রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কালিয়াগঞ্জ থানার সামনে একটি পাঁচিলও ভেঙে গুঁড়িয়ে দেয় আন্দোলনকারীরা।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত একজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আদিবাসী সংগঠনের মিছিলকে কেন্দ্র করে এখনও এলাকায় প্রবল উত্তেজনা রয়েছে।উল্লেখ্য, গত সপ্তাহে শুক্রবার সকালে পালোইবাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয় দ্বাদশ শ্রেণিতে পাঠরতা এক কিশোরীর মৃতদেহ। কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে ওঠে সাহেবঘাটা সংলগ্ন এলাকা। দোষীকে দ্রুত শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

শুক্রবারের পর থেকেই পুলিশকে ঘিরে দফায় দফায় চলে বিক্ষোভ। শনিবারও সকালে বিক্ষোভ দেখা যায় এলাকায়। পালটা পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। মুহূর্তে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। এই ঘটনায় অবশ্য বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ।

প্রসঙ্গত, জাতীয় শিশু সুরক্ষা কমিশন ঘটনার কড়া সমালোচনা করে। রবিবার কালিয়াগঞ্জের মৃত কিশোরীর বাড়িতে যান জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াংকা কানুনগো সহ গোটা টিম। রবিবার সকাল সাড়ে ৮ টা নাগাদ রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সার্কিট হাউস থেকে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের টিম পরিবারের সঙ্গে গিয়ে দেখা করে। ঘটনায় জোর সমালোচনা শুরু হয় রাজনৈতিক মহলেও।

 

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version