Saturday, August 23, 2025

সার্জিও লোবেরা নন, ইস্টবেঙ্গল এফসির নতুন হেড কোচ হলেন কার্লস কুয়াদ্রাত। দু’বছরের চুক্তিতে লাল-হলুদের হেডস‍্যার হলেন তিনি। এদিন এমনটাই জানান হল ইস্টবেঙ্গলের তরফ থেকে। এদিকে এদিন স্টিফেন কনস্ট‍্যান্টাইনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিদায়ের পথে হাটল লাল-হলুদ।

নাটকীয়ভাবে সার্জিও লোবেরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েও তা সই পর্যন্ত গড়ায়নি। এরপরই বিকল্প কোচের সন্ধান শুরু করে দেয় ইমামি ইস্টবেঙ্গল। সেই তালিকায় দু’টি নাম উঠে আসে। আন্তোনিও লোপেজ হাবাস এবং কার্লোস কুয়াদ্রাত। তবে শেষমেশ এই দৌড়ে বাজিমাত করলেন কার্লোস কুয়াদ্রাত। এর আগেও ভারতে কোচিং করিয়েছেন কুয়াদ্রাত। বেঙ্গালুরুর এফসির হেডকোচ ছিলেন তিনি।

২০১৭-১৮ মরশুমে অ্যালবার্ট রোকা বেঙ্গালুরু এফসি-র দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সুনীলদের দায়িত্ব নেন কুয়াদ্রাত। ২০১৮-১৯ মরশুমেই সুনীলদের আইএসএল জেতান কুয়াদ্রাত। শুধু চ্যাম্পিয়ন হওয়া নয়, লিগ শিল্ডও জিতেছিল বেঙ্গালুরু। এখানেই শেষ নয়, ২০১৮-১৯ মরশুমে আবারও প্লে অফে পৌঁছে যায় বেঙ্গালুরু। ২০১৯-২০ মরশুমে তৃতীয়বার প্লে অফে যায় বিএফসি। অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখেছিল কুয়াদ্রাতের বেঙ্গালুরু।

২০১৮-১৯ সালে , ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে বেঙ্গালুরু এফসি। ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে বেঙ্গালুরু। সেই মরশুমেই , বেঙ্গালুরু এফসি পরপর ছয়টি ম্যাচ জিতে নেয়। ২০১৯-২০ মরশুমে কুয়াদ্রাতের কোচিং-এ বেঙ্গালুরু এফসির সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে। এএফসি কাপ বাছাইপর্বে কান্তিরাভাতে পারো এফসিকে ৯-১ গোলে পরাজিত করে বেঙ্গালুরু।২০২১-২০২২ মরশুমে তিনি সাইপ্রাসের ক্লাব অ্যারিস লিমাসোলে যোগ দেন। সেখানেও তিনি বেশ সফল। প্রথমবার তাঁর কোচিং-এই উয়েফা ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও জায়গা পেয়েছেন।

লাল-হলুদে যোগ দিয়ে কুয়াদ্রাত বলেন, “আগামী দু’বছরের জন্য ইস্টবেঙ্গলের কোচ হতে পেরে আমি গর্বিত। ভারতের এতবড় একটা ক্লাব, যারা এতবছরে এতগুলি ট্রফি জিতেছে, তাদের থেকে কোচিংয়ের প্রস্তাব পাওয়া খুব উত্তেজক ব্যাপার। ভারতে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত। এই দেশটাকে প্রচণ্ড ভালবাসি এবং বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই দেশে। এই ক্লাবের যে কোটি কোটি সমর্থক রয়েছেন তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য আপ্রাণ চেষ্টা করব।”

কুয়াদ্রাত কোচ হয়ে আসা নিয়ে ইমামির কর্তা দেবব্রত মুখোপাধ্যায় বলেন, “কুয়াদ্রাতকে কোচ করতে পেরে আমরা খুশি। আশা করি ওঁর অগাধ অভিজ্ঞতা এবং ভারতীয় ফুটবলে অসাধারণ পরিসংখ্যান আমাদের শক্তিশালী দল গড়ে তুলতে সাহায্য করবে। ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস গড়তে চাই আমরা।”

আরও পড়ুন:জীবনের হাফ সেঞ্চুরিতে অসাধারণ উপহার, শারজায় সচিনের নামে স্ট‍্যান্ড

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version