বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ঘোষণা হওয়া ভারতীয় দলকে সেরা দল বললেন শাস্ত্রী

এদিন টুইট করে শাস্ত্রী বলেন," সেরা ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে। নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট দারুণ কাজ করেছে।"

৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের ওভালে ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর সেই ম‍্যাচের জন‍্য এদিন ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। দলে ফিরেছেন অজিঙ্কে রাহানে। দলের অধিনায়ক রোহিত শর্মা। আর দল ঘোষণা হওয়ার পরই এই দলকে ভারতের সেরা দল বললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

এদিন টুইট করে শাস্ত্রী বলেন,” সেরা ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে। নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট দারুণ কাজ করেছে।”

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে দলের অধিনায়কত্ব অব্যাহত থাকবেন রোহিত শর্মা। দলে তাঁর সঙ্গে রয়েছেন শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে এবং কেএল রাহুল। উইকেটরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কেএস ভরত। বোলারদের মধ্যে রয়েছন শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, মহম্মদ শামি ও জয়দেব উনাদকাট। একই সঙ্গে স্পিন বিভাগের দায়িত্ব থাকবে রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার ওপর।

আরও পড়ুন:লোবেরা নন, ইস্টবেঙ্গলের নতুন কোচ হলেন কার্লস কুয়াদ্রাত

 

Previous articleরাজ্যে প্রথম, NRS-এ খুলল ব্লাড ক্যা.নসার আ.ক্রান্ত শিশুদের জন্য নয়া ইউনিট
Next articleপূর্ব কলকাতার জলাভূমি রক্ষায় নতুন পরিকল্পনা, চালু হল বিশেষ অ্যাপ