Saturday, November 8, 2025

‘হাওয়া’র (Haowa) পালে বিতর্কের ঝাপটা। বাংলাদেশের (Bangladesh Movie) জনপ্রিয় বাংলা সিনেমা ঘিরে সমালোচনার ঝড় বিনোদন জগতে (Entertainment Industry)। বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) অনুরাগীদের কাছে এই ছবির গুরুত্বই আলাদা। গত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) এপার বাংলার দর্শকদের মন ভরিয়েছে এই সিনেমা। ছবির গান সকলের মুখে মুখে ফিরেছে। বিশেষ ভাবে বলতে হয় ‘সাদা সাদা কালা কালা’ এবং ‘আটটা বাজে, দেরি করিস না’ গান দুটোর কথা। তবে এখানেই বিতর্ক। দ্বিতীয় গানটির প্রাপ্য সম্মান পেল না এপার বাংলা। এই গানের স্রষ্টা হলেন বীরভূমের শিল্পী মনিরুদ্দিন আহমেদ (Maniruddin Ahmed)। তাঁর লেখা এবং তাঁরই গাওয়া এই গান। কিন্তু স্বীকৃতি মেলেনি বলেই সরব শিল্পীমহল।

বাংলাদেশের জনপ্রিয় ছবি ‘হাওয়া’ কাঁটাতার পেরিয়ে এ পার বাংলাতেও সমান জনপ্রিয়তা পেয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ ভালোবাসা উজাড় করে দিয়েছে। তাহলে এপার বাংলার শিল্পীর সঙ্গে এরকম আচরণ কেন? ভারতীয় গণনাট্য সংঘের সদস্য বিশ্বজিৎ দাস বলছেন, ‘আটটা বাজে, দেরি করিস না’ গানটির গীতিকার ও সুরকার মনিরুদ্দিন আহমেদ। স্বপ্না চক্রবর্তী থেকে শুরু করে কার্তিক দাস বাউল পর্যন্ত এই শিল্পীর লেখা অসংখ্য গান গেয়েছেন। তাঁর বয়স ৮০ পেরিয়েছে। এই বয়সে এসেও এত জনপ্রিয় এক গানের স্রষ্টা হিসেবে তিনি প্রাপ্য সম্মানটুকু পেলেন না। সিনেমায় এই গানটিকে প্রচলিত গান আখ্যা দেওয়া হয়েছে। অথচ ১৯৮৬ সালে মনিরুদ্দিন আহমেদ এই গানটি লেখেন এবং একটি ক্যাসেটও প্রকাশিত হয়। তাই ‘হাওয়া’ সিনেমার পরিচালক, প্রযোজক-সহ সমস্ত কলাকুশলীর কাছে মনিরুদ্দিন আহমেদের এই গানের স্বীকৃতির আবেদন করছে ভারতীয় গণনাট্য সংঘ।

 

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version