Monday, November 10, 2025

আজ নবান্নে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, শতাধিক প্রকল্পের উদ্বোধন

Date:

একদিকে টানা দু’মাসের জনসংযোগ কর্মসূচি নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গোটা বাংলা চষে ফেলার সংকল্প নিয়ে জেলা সফরে বেরিয়ে পড়েছেন, ঠিক তখনই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আজ, বুধবার নবান্নে সমস্ত দফতরকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দফতরের মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত থাকবেন শীর্ষ আধিকারিকরা এবং আমলারা। পর্যালোচনা বৈঠক শেষে নবান্ন থেকেই ১০৯টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, আজ বেলা ১টা নাগাদ শুরু বৈঠক। এই বৈঠকে রাজ্যের গ্রামীণ এলাকার পরিকাঠামোগত উন্নয়নের সঙ্গে যুক্ত বিষয়গুলিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে বলেই জানা গিয়েছে। এরপর নবান্ন থেকেই ভার্চুয়ালি ১০৯টি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এপ্রিল মাসে যাঁদের লক্ষ্ণীর ভান্ডারের আবেদন গৃহীত হয়েছে, তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানোর সূচনাও এদিন করতে পারেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, ২০২২-২৩ অর্থবর্ষে বিভিন্ন দফতরের জন্য কী পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল এবং তার কতটা উন্নয়নের কাজে এখনও অবধি ব্যবহার করা হয়েছে, সবিস্তারে সেই তথ্য চাওয়া হয়েছিল বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি কোন কোন প্রকল্পে অর্থ খরচ হয়েছে, সেই তথ্যও চাওয়া হয়। এই সমস্ত বিষয় নিয়েই পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:শনি ও রবির রাতে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রাস্তা


 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version