Friday, December 5, 2025

শততম ‘মন কি বাত’: কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ কেন্দ্রের

Date:

আগামী রবিবার অনুস্থিত হতে চলেছে নরেন্দ্র মোদির মন কি বাত(Maan Ki Baat) অনুষ্ঠানের শততম পর্ব। এই অনুষ্ঠানের বিশেষ পর্বকে স্মরণীয় করতে সরকারের পাশাপাশি কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। দেশের সর্বত্র বিজেপির উদ্যোগে যেমন বুথে বুথে হবে অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন, তেমনই সরকারের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তরফে ১০০ তম পর্বে ১০০ টাকার বিশেষ কয়েন উদ্বোধনের পাশাপাশি, এই দিন সব কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে অনুষ্ঠান সম্প্রচারের পরামর্শ দিয়েছে মোদি সরকার(Modi Govt)। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে(Community Redio Station) ১০০ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচার করতে হবে এবং অনুষ্ঠান সম্প্রচারের প্রমাণ পাঠাতে হবে সংশ্লিষ্ট মন্ত্রককে।

কেন্দ্রের নির্দেশে বলা হয়েছে, এক মিনিটের অডিও ক্লিপ পাঠাতে হবে প্রমাণ স্বরূপ। যার মধ্যে ২৫ সেকেন্ড এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কোনও একটি অংশ। এবং আর ২৫ সেকেন্ড অনুষ্ঠানের শেষের অংশ। সম্প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাঠাতে হবে এই অডিও ক্লিপ। অডিও ক্লিপ পাঠানোর জন্য একটি লিঙ্ক কেন্দ্রের তরফে পাঠানো হবে রেডিও স্টেশনগুলিকে। পাশাপাশি কেন্দ্রের তরফে পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ এই অনুষ্ঠান রেডিও স্টেশনগুলিতে উৎযাপন করারও। রেডিও শোনার ও অনুষ্ঠান উৎযাপনের ছবিও পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রককে।

তবে কমিউনিটি রেডিও স্টেশনগুলিতে কেন্দ্রের এহেন ‘পরামর্শে’ ক্ষুব্ধ স্টেশন কর্তারা। তাঁদের অভিযোগ, কবে কি কি অনুষ্ঠান হবে তার পরিকল্পনা আগে থেকে হয়ে থাকে। এভাবে হঠাত করে মন কি বাত চালানো সম্ভব নয়। পাশাপাশি অনেক কর্মকর্তার দাবি, সরকার যদি কমিউনিটি রেডিওতে জোর করে এই অনুষ্ঠান চাপিয়ে দেন সেক্ষেত্রে আমাদের সম্প্রচার করা ছাড়া অন্য কোনও উপায় থাকবে না।

Related articles

Indigo-র ১০০০ বিমান বাতিল! বিমানবন্দরে আতান্তরে যাত্রীরা

বিমান বাতিলের (Flight Cancelled) রেকর্ড গড়ল দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো (Indigo)। গত ৩-৪ দিনে বিমান বাতিল...

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...
Exit mobile version