Friday, May 23, 2025

শততম ‘মন কি বাত’: কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ কেন্দ্রের

Date:

আগামী রবিবার অনুস্থিত হতে চলেছে নরেন্দ্র মোদির মন কি বাত(Maan Ki Baat) অনুষ্ঠানের শততম পর্ব। এই অনুষ্ঠানের বিশেষ পর্বকে স্মরণীয় করতে সরকারের পাশাপাশি কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। দেশের সর্বত্র বিজেপির উদ্যোগে যেমন বুথে বুথে হবে অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন, তেমনই সরকারের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তরফে ১০০ তম পর্বে ১০০ টাকার বিশেষ কয়েন উদ্বোধনের পাশাপাশি, এই দিন সব কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে অনুষ্ঠান সম্প্রচারের পরামর্শ দিয়েছে মোদি সরকার(Modi Govt)। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে(Community Redio Station) ১০০ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচার করতে হবে এবং অনুষ্ঠান সম্প্রচারের প্রমাণ পাঠাতে হবে সংশ্লিষ্ট মন্ত্রককে।

কেন্দ্রের নির্দেশে বলা হয়েছে, এক মিনিটের অডিও ক্লিপ পাঠাতে হবে প্রমাণ স্বরূপ। যার মধ্যে ২৫ সেকেন্ড এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কোনও একটি অংশ। এবং আর ২৫ সেকেন্ড অনুষ্ঠানের শেষের অংশ। সম্প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাঠাতে হবে এই অডিও ক্লিপ। অডিও ক্লিপ পাঠানোর জন্য একটি লিঙ্ক কেন্দ্রের তরফে পাঠানো হবে রেডিও স্টেশনগুলিকে। পাশাপাশি কেন্দ্রের তরফে পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ এই অনুষ্ঠান রেডিও স্টেশনগুলিতে উৎযাপন করারও। রেডিও শোনার ও অনুষ্ঠান উৎযাপনের ছবিও পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রককে।

তবে কমিউনিটি রেডিও স্টেশনগুলিতে কেন্দ্রের এহেন ‘পরামর্শে’ ক্ষুব্ধ স্টেশন কর্তারা। তাঁদের অভিযোগ, কবে কি কি অনুষ্ঠান হবে তার পরিকল্পনা আগে থেকে হয়ে থাকে। এভাবে হঠাত করে মন কি বাত চালানো সম্ভব নয়। পাশাপাশি অনেক কর্মকর্তার দাবি, সরকার যদি কমিউনিটি রেডিওতে জোর করে এই অনুষ্ঠান চাপিয়ে দেন সেক্ষেত্রে আমাদের সম্প্রচার করা ছাড়া অন্য কোনও উপায় থাকবে না।

Related articles

জাপান সংসদের স্পিকারকে বাংলায় আমন্ত্রণ: দুদিনের সফর শেষে জানালেন অভিষেক

ভারতে সন্ত্রাসবাদ বিরোধী শক্তিকে দমন করতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বের শক্তিধর দেশগুলির সমর্থন আদায়ে উদ্যোগী ভারত। মিত্র দেশগুলিতে ভারতের...

ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রাজ্যের

কৃষকদের ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন (Cold Chain) ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।...

পুলিশ মহলে উৎসাহ জোগাবে: এভারেস্ট জয়ী দেহরক্ষী লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা CP মনোজ বর্মার

মাউন্ট এভারেস্ট জয় করে কলকাতা পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষীকান্ত মণ্ডল (Lakkhikanta Mandol)। লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা জানাতে শুক্রবার...

সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা

সন্তোষ জয়ী(Santosh Trophy) বাংলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা(Sunil Chetri)। আগামী ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবে...
Exit mobile version