Friday, November 14, 2025

প্রয়া.ত পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, শোক প্রকাশ মোদির, ২দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Date:

প্রয়াত পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিং বাদল (Prakash Singh Badol)। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এক সপ্তাহ আগে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ সেখানেই মৃত্যু হয় প্রকাশ সিং বাদলের। বয়স হয়েছিল ৯৫। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

বাদলের জন্ম ১৯২৭ সালে পঞ্জাবের মুক্তসর জেলায়। স্বাধীনতার আগে অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে লেখাপড়া তার। ১৯৪৭ সালে গ্রামপ্রধান নির্বাচিত হন। প্রথম বিধানসভা নির্বাচনে জয় ১৯৫৭ সালে শিরোমণি অকালি দলের টিকিটে। ১৯৬৮ সালে প্রথম মন্ত্রী হন বাদল। পরের বছরেই মুখ্যমন্ত্রী। তিনি ছিলেন সবচেয়ে কম বয়সে মুখ্যমন্ত্রী।

পাঞ্জাবের পাঁচবারের মুখ্যমন্ত্রী বাদল আমজনতার ক্ষোভ বিক্ষোভ বোঝার দক্ষতা ছিল। সেই কারণেই ২০২০-তে মোদি সরকারের বিতর্কিত তিন কৃষি আইনের বিরোধিতা করে বিজেপির সঙ্গ ছেড়েছিল অকালি দল। বাদল স্পষ্ট জানিয়েছিলেন, কৃষকদের চটিয়ে পাঞ্জাবে রাজনীতি করা সম্ভব নয়। কেন্দ্র আইন প্রত্যাহার করলেও এনডিএতে ফেরেননি তিনি। বয়সের কারণে গত কয়েক বছর সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরেই ছিলেন বাদল। তাঁর মৃত্যুতে টুইটারে মোদি লেখেন, ‘‘ব্যক্তিগত ক্ষতি। ভারতীয় রাজনীতিতে তিনি ছিলেন এক সুউচ্চ ব্যক্তিত্ব।’’ দু’দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- Harry Belafonte: যুগের অবসান! প্র.য়াত কিংবদন্তি গায়ক হ্যারি বেলাফন্টে

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...
Exit mobile version