Friday, November 7, 2025

অর্জুনকে নিয়ে বিশেষ পরিকল্পনা মুম্বইয়ের, জানালেন রোহিতদের বোলিং কোচ

Date:

চলতি আইপিএল-এ অভিষেক ঘটেছে সচিন তেন্ডুলকরে পুত্র অর্জুন তেন্ডুলকরের। আহামরি তেমন পারফরম্যান্স দেখাতে না পারলেও, প্রতি ম‍্যাচে ধারাবাহিকতা রাখছেন অর্জুন। কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিন ওভারে ৪৮ রান হজম করেন সচিন পুত্র। তারপরই প্রশ্ন উঠতে শুরু করে তাঁর বোলিং নিয়ে। কিন্তু শেষ ম‍্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আবার নিজেকে মেলে ধরেন অর্জুন। এক উইকেট নেওয়ার পাশাপাশি দুই ওভারে ৯ রান দেন তিনি। তরুণ এই বোলারকে নিয়ে বিশেষ পরিকল্পনা মুম্বইয়ের। গুজরাত ম‍্যাচের পর মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড জানান, অর্জুনের বলের গতি বাড়ানোর চেষ্টা চলছে।

মুম্বইয়ের বোলিং কোচ বলেন,” পাঞ্জাব ম্যাচে যা হয়েছে তার প্রেক্ষিতে বলব, গুজরাতের বিরুদ্ধে ভাল বল করেছে অর্জুন। এত দর্শকের সামনে খেলতে নামা সহজ কথা নয়। আগামী দিনের ওর গতি কী করে আরও বাড়ানো যায় তার চেষ্ট করব। ওর থেকে যা চেয়েছি তা পাওয়া গিয়েছে। ”

এরপরই অর্জুনের পাঞ্জাব ম‍্যাচ নিয়ে বন্ড বলেন,” সাফল্য এবং ব্যর্থতা অনেক কিছুর উপরে নির্ভর করে। হায়দরাবাদ ম্যাচে কী সুন্দর একটা জায়গায় বল করে গেল। কোনও ম্যাচে রান খেলে সঙ্গে সঙ্গে পরিকল্পনা বদল করে ফেলে। তবে শুধু অর্জুন নয়, দল হিসাবেও আমাদের কিছু বদল দরকার।”

আরও পড়ুন:রিঙ্কুর কাছে পাঁচ ছক্কা খেয়ে অসুস্থ হয়ে যান যশ দয়াল, কমেছে ওজনও, জানালেন হার্দিক

 

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version