Monday, November 10, 2025

কেন্দ্রের বকেয়া, সঙ্গে বাম আমলের ঋণের বোঝা! বাংলার প্রতি বঞ্চনায় ফের সরব মুখ্যমন্ত্রী

Date:

১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সঙ্গে যুক্ত হয়েছে বাম আমলের ঋণের বোঝা। সেই আবহে বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে শ্রী শ্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।

বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার সঙ্গে যুক্ত হয়েছে বাম আমলের ঋণের বোঝা। ১০০ দিনের কাজের টাকা-সহ একাধিক প্রকল্পের টাকা বকেয়া কেন্দ্রের কাছে। যেখানে এক বছরে রাজ্য সরকারি কর্মীদের বেতন দিতে রাজ্য সরকারের খরচ হয় ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা, সেখানে এখনও কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন খাতে রাজ্যের বকেয়া টাকা পড়ে রয়েছে ১ লাখ ১৫ হাজার কোটি।

রাজ্যের অর্থসচিব মনোজ পন্থ মুখ্যমন্ত্রীকে জানান, গত আর্থিক বছরে সরকারি বেতন দিতে ২০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। নন গভর্নমেন্ট হেড এ মাইনে দিতে খরচ প্রায় ৩৩ হাজার ৯০০ কোটি টাকা। সব মিলিয়ে ৫৪ হাজার কোটি টাকা মাইনে বাবদ খরচ হয়। পেনশন বাবদ রাজ্যের খরচ হয় ২৪ হাজার কোটি টাকা। এই তিন ক্ষেত্র মিলিয়ে ৭০ হাজার কোটি টাকা খরচ হয়।একইসঙ্গে চুক্তিভিত্তিক কর্মীরাও রয়েছেন। সবমিলিয়ে মাইনে দেওয়ার খাতে গত আর্থিক বছরে মোট ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানান তিনি। তখন মুখ্যমন্ত্রী বলেন, দিনদিন খরচ বাড়ছে। তারপর দেনার টাকা শোধ করতে হচ্ছে।

আরও পড়ুন- ফের র.ক্তাক্ত দান্তেওয়াড়া, পুলিশের উপর মা.ওবাদী হা.মলায় মৃত ১১

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version