Wednesday, August 27, 2025

নিয়োগ দুর্নীতি মামলার জাল যত গুটিয়ে আনছে, ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির হাতে। এবার তদন্তকারীদের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ও আস্থাভাজন কলকাতার এক কাউন্সিলর। জানা গিয়েছে, বেহালা এলাকার ওই কাউন্সিলারকে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাইমারি কাউন্সিলের মাথায় বসিয়েছিলেন পার্থ।

কলকাতা পুরসভার ওই কাউন্সিলারের মাধ্যমে শুধু বেহালা নয়, দক্ষিণ ২৪ পরগনার বহু অযোগ্য প্রার্থী মোটা টাকার বিনিময়ে টেটে নিয়োগ পেয়েছেন। এবং পুরোটাই হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে। তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি ইডির।

সূত্রের খবর, ইতিমধ্যেই বেহালার ওই কাউন্সিলারের বিষয়ে নথি জোগাড় করেছে কেন্দ্রীয় এজেন্সি। জিজ্ঞাসাবাদের জন্য পার্থ ঘনিষ্ঠ ওই কাউন্সিলরকে যে কোনওদিন তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে। ওই কাউন্সিলর নিয়মিত পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যাতায়াত করতেন চাকরিপ্রার্থীদের নামের তালিকা নিয়ে। সেই তালিকার প্রায় সকলের ঘুরপথে চাকরি হয়েছে। বিনিময়ে মোটা টাকা নিয়েছিলেন পার্থ। বিভিন্ন জোনে প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান তখন কারা ছিলেন, সেই তালিকা সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা। তালিকা ধরে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরাই তদন্তকারীদের জানান, বেহালার এক কাউন্সিলারকে দক্ষিণ ২৪ পরগনা ডিপিসির চেয়ারম্যান পদে বসিয়েছিলেন পার্থ। তিনি ওই পদে অনেক দিন ছিলেন।

আরও পড়ুন:ইডি আধিকারিকরা দফতরে পৌঁছনোর আগেই বাবাকে নিয়ে সিজিও কমপ্লেক্সে অয়ন শীলের ছেলের বান্ধবী

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version