Saturday, August 23, 2025

মিশন কাবেরী: সুদান থেকে ৩৬০ ভারতীয়কে নিয়ে দিল্লি ফিরল প্রথম বিমান

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নির্দেশ পাওয়ার পর মিশন কাবেরী সফল করতে কোমর বেঁধে নেমে পড়েছিল প্রশাসন। অবশেষে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান(Sudan) থেকে ৩৬০ ভারতীয়কে সঙ্গে নিয়ে দিল্লি নামলো প্রথম উদ্ধারকারী বিমান। প্রথম উদ্ধারকারী বিমান দিল্লি নামার পর টুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar)। তিনি লেখেন, “নিজের নাগরিকদের স্বাগত জানাচ্ছে ভারত(India)। অপারেশন কাবেরীর আওতায় প্রথম বিমান নয়াদিল্লিতে(New Delhi) পৌঁছাল। ৩৬০ ভারতীয় নিজেদের মাতৃভূমিতে ফিরলেন।” সুদানে আটকে থাকা বাকি নাগরিকদের ফেরাতে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক(Foreign Ministry)।

জানা গিয়েছে, সুদানে সেনাবাহিনী ও আধা সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝে ৭২ ঘন্টার সম্পর্ক বিরোধী ঘোষিত হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব আটকে থাকা ভারতীয়দের সুদান থেকে বের করে সৌদি আরবের জেড্ডায় আনা হচ্ছে। গত মঙ্গলবার প্রথম দফায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস মেধায় করে সুদান থেকে ২৭৮ জন ভারতীয়কে জেড্ডায় আনা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ুসেনার বিমানও। ভারতীয় বায়ুসেনার প্রথম সি-১৩০জে বিমানে ১২১ জন, দ্বিতীয় বিমানে ১৩৫ জন, তৃতীয় বিমানে ১৩৬ জন এবং চতুর্থ বিমানে ১২৮ জন ভারতীয়কে জেড্ডায় আনা হয়েছে। চতুর্থ বিমানটি বৃহস্পতিবার জেড্ডায় অবতরণ করেছে। যেখানে আছেন ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন। জেড্ডা থেকে পুরো উদ্ধারকাজ পরিদর্শন করছেন। তিনি জানিয়েছেন, যে ভারতীয়রা জেড্ডায় ফিরেছেন, তাঁদের দ্রুত দেশে ফেরানোর জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। এখনো পর্যন্ত জেড্ডা থেকে প্রথম দফায় ৩৬০ ভারতীয়কে দিল্লি ফেরানো হয়েছে বুধবার সন্ধ্যায়।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, যে এলাকাগুলিতে সংঘর্ষ চলছে, সেই এলাকাগুলি থেকে বাসে করে ভারতীয়দের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তাঁদের পোর্ট সুদানে নিয়ে আসার বন্দোবস্ত করা হয়েছে। যেখান থেকে তাঁদের সমুদ্রপথ এবং আকাশপথে জেড্ডায় নিয়ে আসা হচ্ছে। সূত্রের খবর, যত সময় যাচ্ছে, তত বেশি সংখ্যক ভারতীয়কে পোর্ট সুদানে নিয়ে আসা হচ্ছে। তবে খার্তুম থেকে ভারতীয়দের বের করে আনার ক্ষেত্রে এখনও সমস্যা আছে। সেখানকার মূল বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে যখন সুদানের তুমুল লড়াইয়ের শুরু হয়েছে, তখন আফ্রিকার দেশে প্রায় ৩,০০০ জন ভারতীয় ছিলেন।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...