Wednesday, August 27, 2025

মৃত্যুতে জীবন শেষ কিন্তু অঙ্গদানে নজির তৈরি করল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা শম্ভুপ্রসাদ বেরার (Sambhunath Bera)পরিবার। ২২ এপ্রিল রাতে সেরিব্রাল স্ট্রোকে (cerebral stroke)আক্রান্ত হন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা শম্ভুপ্রসাদ বেরা। তড়িঘড়ি স্থানীয় মাল্টিসুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Multi super Speciality Hospital) তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা ইঙ্গিত দিয়েছিলেন যে রোগীর ব্রেন ডেথের (Brain Death)সম্ভাবনা বাড়ছে। হলও তাই। মেয়ে ততক্ষণে ঠিক করেছেন, বাবার অঙ্গে অন্য কেউ অন্তত উপকৃত হোক। শম্ভুপ্রসাদ বেরা নিজেও মরণোত্তর অঙ্গদান (Posthumous organ donation), দেহদানে উৎসাহী ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। কিন্তু চণ্ডীপুরের ওই হাসপাতালের ব্রেন ডেথ ঘোষণা করার অনুমতি নেই। সেইমতো রিজিওন্যাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনের (Regional Organ and Tissue Transplant Organization) সঙ্গে যোগাযোগ করে সোজা কার্ডিয়াক সাপোর্ট অ্যাম্বুল‌্যান্সে প্রৌঢ়কে নিয়ে আসা হয় পিজিতে।

কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা শম্ভুপ্রসাদ বেরার ব্রেন ডেথ ঘোষণা করা হয়। এরপরই তাঁর অঙ্গদানে সম্মতি দেন মেয়ে ও প্রৌঢ়ের স্ত্রী। কিডনি আর যকৃৎ প্রতিষ্ঠাপন করা হয়। হাসপাতাল সূত্রে খবর আলিপুর কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন দুজন দুটি কিডনি (Kidney) পেয়েছেন । দিল্লির আইএলবিএস হাসপাতালের (ILBS Hospital) এক রোগী যকৃৎ (Liver) পেয়েছেন বলে জানা যাচ্ছে। বুধবারেই তিনজনের প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে ।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version