Sunday, November 16, 2025

মৃত্যুতে জীবন শেষ কিন্তু অঙ্গদানে নজির তৈরি করল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা শম্ভুপ্রসাদ বেরার (Sambhunath Bera)পরিবার। ২২ এপ্রিল রাতে সেরিব্রাল স্ট্রোকে (cerebral stroke)আক্রান্ত হন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা শম্ভুপ্রসাদ বেরা। তড়িঘড়ি স্থানীয় মাল্টিসুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Multi super Speciality Hospital) তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা ইঙ্গিত দিয়েছিলেন যে রোগীর ব্রেন ডেথের (Brain Death)সম্ভাবনা বাড়ছে। হলও তাই। মেয়ে ততক্ষণে ঠিক করেছেন, বাবার অঙ্গে অন্য কেউ অন্তত উপকৃত হোক। শম্ভুপ্রসাদ বেরা নিজেও মরণোত্তর অঙ্গদান (Posthumous organ donation), দেহদানে উৎসাহী ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। কিন্তু চণ্ডীপুরের ওই হাসপাতালের ব্রেন ডেথ ঘোষণা করার অনুমতি নেই। সেইমতো রিজিওন্যাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনের (Regional Organ and Tissue Transplant Organization) সঙ্গে যোগাযোগ করে সোজা কার্ডিয়াক সাপোর্ট অ্যাম্বুল‌্যান্সে প্রৌঢ়কে নিয়ে আসা হয় পিজিতে।

কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা শম্ভুপ্রসাদ বেরার ব্রেন ডেথ ঘোষণা করা হয়। এরপরই তাঁর অঙ্গদানে সম্মতি দেন মেয়ে ও প্রৌঢ়ের স্ত্রী। কিডনি আর যকৃৎ প্রতিষ্ঠাপন করা হয়। হাসপাতাল সূত্রে খবর আলিপুর কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন দুজন দুটি কিডনি (Kidney) পেয়েছেন । দিল্লির আইএলবিএস হাসপাতালের (ILBS Hospital) এক রোগী যকৃৎ (Liver) পেয়েছেন বলে জানা যাচ্ছে। বুধবারেই তিনজনের প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে ।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version