Friday, November 14, 2025

রাজভবন নির্ভর রাজনীতিতে ব্যাঘাত! রাজ্যপালকে বেনজির আক্রমণে শুভেন্দু

Date:

প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar) ছায়া মাথার উপর থেকে সরে যাওয়ার পর রাজভবন নির্ভর রাজনীতিতে ব্যাঘাত ঘটেছে বিজেপির। রাজনীতির ঊর্ধ্বে উঠে নয়া রাজ্যপালের রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতামূলক প্রশাসনিক কাজে ক্ষুব্ধ গেরুয়া শিবির। ফলস্বরূপ, বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসকে(CV Anand Bose) বেনোজির আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। তাঁর অভিযোগ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বেআইনি কাজ করছেন রাজ্যপাল। নানা ক্ষেত্রে সাহায্য করছেন সরকারকে।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপালকে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, “সরকারের সঙ্গে হাত মিলিয়ে অনেক বেআইনি কাজ করেন। আমার কাছে তথ্য আছে। ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না। রাজ্যপাল রাজ্য সরকারকে অনেকভাবে সাহায্য করছেন। আমি সেগুলোও বলতে চাই না। আমি গর্ভনের উপর নির্ভর করে রাজনীতি করি না। রাজ্য সরকার বেআইনি কাজ করাচ্ছেন। উনি কিছু কিছু বেআইনি কাজ করছেন। যেমন নির্বাচন কমিশন বীরেন্দ্রকে সরিয়েছে তারপরে উনি ইনফরমেশন কমিশনার করে দিয়েছেন। অসীম রায়কে লোকায়ুক্তের মেয়াদ বৃদ্ধি করেছেন।”

শুভেন্দু আরও অভিযোগ, “বেআইনি কাজে সহায়তা তো করছেনই। মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর প্রতিনিধিরা বিরূপ হলেই উনি সাহায্যের হাত বাড়িয়ে সেটা মিটিয়ে নেবেন। ভাব-ভালোবাসা চলবেই। এর মধ্যেখানে বিরোধী দলনেতার ঢোকার কোনও ইচ্ছে নেই। তবে গোপালকৃষ্ণ গান্ধী ও জগদীপ ধনখড়কে স্যালুট করি।” তবে শুভেন্দুর অভিযোগের পাল্টা তোপ দেগে এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এই মন্তব্য অত্যন্ত আপত্তিকর। জগদীপ ধনখড় থাকাকালীন রাজভবন তো বিজেপির মামাবাড়ি হয়েছিল। তবে এই রাজ্যপাল এখনও পর্যন্তও এমন কিছু করেননি। তবে কখনও মতবিরোধ হবে না এমনও নয়। নিজেদের সাংগঠনিক ব্যর্থতা এভাবে জানাচ্ছে।” কুণালের প্রশ্ন, “রাজ্যপাল কী দলদাসের মতো কাজ করবে?”

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version