Tuesday, August 26, 2025

দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধর্নায় থাকা কুস্তিগিরদের বিরুদ্ধে এমনটাই বললেন পিটি উষা

Date:

যন্তর মন্তরে আবারও ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির। কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। আর এই নিয়ে মুখ খুললেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষা। রাস্তায় নেমে ধর্না, প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন ভারতীয় কুস্তিগিররা, এমনটাই মনে করছেন পিটি উষা।

 

এই নিয়ে কিংবদন্তি ভারতীয় অ্যাথলিট বলেন, “রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি শৃঙ্খলাহীনতার পরিচয়। এটা দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরনের কর্মসূচি খারাপ দৃষ্টান্ত তৈরি করছে। রাস্তায় না নেমে বরং কুস্তিগিরদের আসা উচিত ছিল আইওএ-র অ্যাথলিটস কমিশনে। এই কমিটির নেতৃত্বে যখন রয়েছেন মেরি কমের মতো ব্যক্তি, যিনি কমিশনের চেয়ারপার্সন এবং ভাইস চেয়ারপার্সন হিসেবে রয়েছেন শরথ কমল।”

উষার বক্তব্যে হতাশ দেশের নামী কুস্তিগিররা। এই নিয়ে বজরং পুনিয়া বলেন, ‘‘আমরা আইওএ প্রেসিডেন্টের কাছ থেকে এত কঠোর প্রতিক্রিয়া আশা করিনি। উনি নিজে একজন অ্যাথলিট এবং একজন মহিলা। আমরা একেবারেই ওঁর মতো মানুষের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশা করিনি। বরং আমরা ওঁর সমর্থন আশা করেছিলাম।”

উষার পাশাপাশি ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কল্যাণ চৌবেও কুস্তিগিরদের আচরণকে কার্যত ধিক্কার জানিয়েছেন।

এদিকে, শুক্রবারই ব্রিজভূষণ শরণ সিং মামলায় শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কুস্তিগিরদের বক্তব্য শুনবে শীর্ষ আদালত।

আরও পড়ুন:পেলেকে বিশেষ সম্মান, অভিধানে ফুটবলের কিংবদন্তি

 

 

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version