Sunday, May 4, 2025

দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধর্নায় থাকা কুস্তিগিরদের বিরুদ্ধে এমনটাই বললেন পিটি উষা

Date:

যন্তর মন্তরে আবারও ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির। কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। আর এই নিয়ে মুখ খুললেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষা। রাস্তায় নেমে ধর্না, প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন ভারতীয় কুস্তিগিররা, এমনটাই মনে করছেন পিটি উষা।

 

এই নিয়ে কিংবদন্তি ভারতীয় অ্যাথলিট বলেন, “রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি শৃঙ্খলাহীনতার পরিচয়। এটা দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরনের কর্মসূচি খারাপ দৃষ্টান্ত তৈরি করছে। রাস্তায় না নেমে বরং কুস্তিগিরদের আসা উচিত ছিল আইওএ-র অ্যাথলিটস কমিশনে। এই কমিটির নেতৃত্বে যখন রয়েছেন মেরি কমের মতো ব্যক্তি, যিনি কমিশনের চেয়ারপার্সন এবং ভাইস চেয়ারপার্সন হিসেবে রয়েছেন শরথ কমল।”

উষার বক্তব্যে হতাশ দেশের নামী কুস্তিগিররা। এই নিয়ে বজরং পুনিয়া বলেন, ‘‘আমরা আইওএ প্রেসিডেন্টের কাছ থেকে এত কঠোর প্রতিক্রিয়া আশা করিনি। উনি নিজে একজন অ্যাথলিট এবং একজন মহিলা। আমরা একেবারেই ওঁর মতো মানুষের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশা করিনি। বরং আমরা ওঁর সমর্থন আশা করেছিলাম।”

উষার পাশাপাশি ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কল্যাণ চৌবেও কুস্তিগিরদের আচরণকে কার্যত ধিক্কার জানিয়েছেন।

এদিকে, শুক্রবারই ব্রিজভূষণ শরণ সিং মামলায় শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কুস্তিগিরদের বক্তব্য শুনবে শীর্ষ আদালত।

আরও পড়ুন:পেলেকে বিশেষ সম্মান, অভিধানে ফুটবলের কিংবদন্তি

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version