Wednesday, August 27, 2025

‘দিদির দূত’ (Didir doot) কর্মসূচি ও ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) শিবিরের মাধ্যমে যাঁরা অভিযোগ করেছেন তাঁদের সেই সমস্ত অভিযোগের নিষ্পত্তি করে অবিলম্বে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। আগামী সাত দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ (Action Taken Report)পাঠাতে হবে। বৃহস্পতিবারই রাজ্যের সব দফতরকে চিঠি দিয়ে এই কথা জানান হরিকৃষ্ণ দ্বিবেদী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় (CM Mamata Banerjee) নিজে উদ্যোগ নিয়ে ,সাধারণ মানুষ যাতে নিজেদের অভাব-অভিযোগ জানাতে পারেন তার জন্যে নবান্নে গ্রিভান্স সেল খুলেছেন। সেখানে বহু অভিযোগ জমা পড়েছে বলে জানা যাচ্ছে। সেগুলোকে গুরুত্ব দিয়ে কেন দেখা হচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে অভিযোগকারীকে খুঁজে পাওয়া না গেলে বা মোবাইল নম্বর নট রিচেবল হলে আবেদনকারীর ঠিকানায় অফিসার পাঠিয়ে  খোঁজ নিতে হবে। এরপর রাজ্য সরকারের বিভিন্ন দফতর রেকর্ড পাঠায়। কিন্তু তাতে খুশি না মুখ্য সচিব ।তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যথাযথ পর্যবেক্ষণ করে রেকর্ড জমা দেওয়া দরকার। আর তার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।বুধবারই সব দফতরের মন্ত্রী ও আধিকারিকদের নিয়ে নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মুখ‌্যমন্ত্রী। বারবার করে গোটা বিষয়টি মানবিকভাবে দেখার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সাত দিনের মধ্যে কোন কোন অভিযোগের নিষ্পত্তি হয় এখন সেটাই দেখার।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version