বৃদ্ধাশ্রমের প্রবীণ আবাসিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল ফাউন্ডেশন। উদ্যোগে আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল ফাউন্ডেশনের সম্পাদক ও আয়োজক এডভোকেট শান্তনু সিনহা।

বৃদ্ধাশ্রমের সহায়হীন, পরিবারহীন আবাসিকদের কাছে “আশ্রয়” বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চলেছে একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায়। কলকাতার প্রেস ক্লাবে বৈশাখী প্রবীণ বরণ ১৪৩০ অনুষ্ঠানে বরণ করে নেওয়া হল বৃদ্ধাশ্রমের প্রবীণ ও সহায়হীন মানুষদের। সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ মন্ত্রী শ্রী স্নেহশীষ চক্রবর্তী, শ্রীমতী সুদেষ্ণা রায়, শ্রী স্বরূপ বিশ্বাস, এডভোকেট শ্রী প্রসূন কুমার দত্ত, শিল্পী শ্রীমতী ভাস্বতী দত্ত সহ বিশিষ্টরা।

আরও পড়ুন- ফের সেরা গায়ক অরিজিৎ , কিশোর কুমারকে স্পর্শ করতে আর বাকি মাত্র এক ধাপ!