Monday, August 25, 2025

‘বি.ষকন্যা’ সোনিয়া! নির্বাচনের আগে বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে জোর বিতর্ক    

Date:

মাস ঘুরলেই কর্নাটকে নির্বাচন (Karnataka Assembly Election)। ইতিমধ্যে সব রাজনৈতিক দলই জোরকদমে ভোটের প্রচার শুরু করে দিয়েছে। আর এই আবহে কংগ্রেসের (Congress) সঙ্গে বিজেপির (BJP) দ্বন্দ্ব চরমে উঠেছে। মঙ্গলবার কর্নাটকের কোপ্পাল জেলায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) নিশানা করে তিনি ‘বিষকন্যা’ বলে আক্রমণ শানিয়েছেন কর্নাটকের বিজেপি বিধায়ক (BJP MLA) তথা প্রাক্তন মন্ত্রী বসনগৌড়া পাতিল ইয়াতনল (Basangouda Patil Yatnal)। আর বিজেপি বিধায়কের এমন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। নির্বাচনের আগে এমন মন্তব্যকে হাতিয়ার করেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে কংগ্রেস।

উল্লেখ্য, কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে দিনকয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিষধর সাপ’ বলে কটাক্ষ করেছিলেন মল্লিকার্জুন খাড়গে। যদিও সেই মন্তব্যের জন্য পরে ক্ষমাও চেয়ে নিয়েছেন খাড়গে। তারই পাল্টা জবাবে সোনিয়া গান্ধীকে ‘বিষকন্যা’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন বিজেপি মন্ত্রী। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। আর বর্তমানে বিজেপির অবস্থা কর্ণাটকে খুব আশানুরূপ অবস্থায় নেই কারণ দলে দলে বিজেপি নেতা যোগ দিচ্ছে কংগ্রেসে। আর এমন অবস্থায় বিজেপি বিধায়কের সোনিয়া গান্ধীর উদ্দেশে এমন মন্তব্যকে খুব একটা ভালো চোখে দেখতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এর প্রভাব কতটা ভোট বাক্সে পড়বে তার উত্তর সময়ই বলবে। তবে মল্লিকার্জুন খাড়গে পরে সাফ জানান, তিনি মোদির উদ্দেশে এমন মন্তব্য করেননি। বিজেপিকেই তিনি ‘বিষধর সাপ’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। পাশাপাশি তিনি সাফ জানান, যে সাপ মুখ ছোঁয়ালেই অবধারিত মৃত্যু।

আর শুক্রবার খাড়গের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোপ্পালের জনসভায় সোনিয়াকে নিশানা করেন পাতিল। তিনি সাফ জানান, নরেন্দ্র মোদিকে সারা বিশ্ব সম্মান করে। আর তাঁকেই ‘বিষধর’ গোখরো সাপের সঙ্গে তুলনা করে কংগ্রেস। এরপরই তিনি বলেন, সোনিয়া গান্ধীর নির্দেশেই কংগ্রেসের নেতারা এমন মন্তব্য করে বেড়াচ্ছেন। উনি বিষকন্যা। পাশাপাশি সোনিয়া গান্ধীকে পাকিস্তান এবং চিনের এজেন্ট বলে কটাক্ষ করেন তিনি। সাফ জানান, এরা ভারতকে ধ্বংস করতে চায়। এদিকে সোনিয়া গান্ধীর এমন মন্তব্যের পর কর্নাটক কংগ্রেস শুক্রবার পাতিলকে দল থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছে।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version