Saturday, May 3, 2025

‘বি.ষকন্যা’ সোনিয়া! নির্বাচনের আগে বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে জোর বিতর্ক    

Date:

মাস ঘুরলেই কর্নাটকে নির্বাচন (Karnataka Assembly Election)। ইতিমধ্যে সব রাজনৈতিক দলই জোরকদমে ভোটের প্রচার শুরু করে দিয়েছে। আর এই আবহে কংগ্রেসের (Congress) সঙ্গে বিজেপির (BJP) দ্বন্দ্ব চরমে উঠেছে। মঙ্গলবার কর্নাটকের কোপ্পাল জেলায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) নিশানা করে তিনি ‘বিষকন্যা’ বলে আক্রমণ শানিয়েছেন কর্নাটকের বিজেপি বিধায়ক (BJP MLA) তথা প্রাক্তন মন্ত্রী বসনগৌড়া পাতিল ইয়াতনল (Basangouda Patil Yatnal)। আর বিজেপি বিধায়কের এমন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। নির্বাচনের আগে এমন মন্তব্যকে হাতিয়ার করেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে কংগ্রেস।

উল্লেখ্য, কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে দিনকয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিষধর সাপ’ বলে কটাক্ষ করেছিলেন মল্লিকার্জুন খাড়গে। যদিও সেই মন্তব্যের জন্য পরে ক্ষমাও চেয়ে নিয়েছেন খাড়গে। তারই পাল্টা জবাবে সোনিয়া গান্ধীকে ‘বিষকন্যা’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন বিজেপি মন্ত্রী। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। আর বর্তমানে বিজেপির অবস্থা কর্ণাটকে খুব আশানুরূপ অবস্থায় নেই কারণ দলে দলে বিজেপি নেতা যোগ দিচ্ছে কংগ্রেসে। আর এমন অবস্থায় বিজেপি বিধায়কের সোনিয়া গান্ধীর উদ্দেশে এমন মন্তব্যকে খুব একটা ভালো চোখে দেখতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এর প্রভাব কতটা ভোট বাক্সে পড়বে তার উত্তর সময়ই বলবে। তবে মল্লিকার্জুন খাড়গে পরে সাফ জানান, তিনি মোদির উদ্দেশে এমন মন্তব্য করেননি। বিজেপিকেই তিনি ‘বিষধর সাপ’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। পাশাপাশি তিনি সাফ জানান, যে সাপ মুখ ছোঁয়ালেই অবধারিত মৃত্যু।

আর শুক্রবার খাড়গের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোপ্পালের জনসভায় সোনিয়াকে নিশানা করেন পাতিল। তিনি সাফ জানান, নরেন্দ্র মোদিকে সারা বিশ্ব সম্মান করে। আর তাঁকেই ‘বিষধর’ গোখরো সাপের সঙ্গে তুলনা করে কংগ্রেস। এরপরই তিনি বলেন, সোনিয়া গান্ধীর নির্দেশেই কংগ্রেসের নেতারা এমন মন্তব্য করে বেড়াচ্ছেন। উনি বিষকন্যা। পাশাপাশি সোনিয়া গান্ধীকে পাকিস্তান এবং চিনের এজেন্ট বলে কটাক্ষ করেন তিনি। সাফ জানান, এরা ভারতকে ধ্বংস করতে চায়। এদিকে সোনিয়া গান্ধীর এমন মন্তব্যের পর কর্নাটক কংগ্রেস শুক্রবার পাতিলকে দল থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছে।

 

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version