Wednesday, August 27, 2025

ধর্নায় থাকা কুস্তিগিরদের পাশে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, দাঁড়ালেন নীরজ চোপড়াও

Date:

ধর্নায় থাকা কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এদিন টুইট করে পাশে থাকার বার্তা দিলেন তিনি। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের পাশে দাঁড়িয়েছেন অলিম্পিক্সে সোনা জয়ি নীরজ চোপড়াও। যন্তর মন্তরে ফের ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির। কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার।

এদিন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় টুইট করে লেখেন,” আমাদের সবার এই কুস্তিগিরদের পাশে থাকা উচিত। যারা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমাদের ক্রীড়াবিদরা দেশের গর্ব। তারা চ‍্যাম্পিয়ন। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে। ন্যায়বিচারকে মূল্য দিতে হবে। সত্যের জয় হবেই।”

এদিকে নীরজ চোপড়া কুস্তিগিরদের পাশে থেকে সোশ্যাল মিডিয়ায় লেখেন,” ন্যায় বিচারের দাবিতে আমাদের দেশের ক্রীড়াবিদদের এভাবে রাস্তায় নামতে দেখে দুঃখ হচ্ছে। আমাদের মহান দেশের প্রতিনিধিত্ব করতে এবং বিশ্বমঞ্চে আমাদের গর্বিত করতে তাঁরা অনেক পরিশ্রম করেছেন। একটি জাতি হিসাবে, আমাদের দায়িত্ব প্রত্যেক ব্যক্তির মর্যাদা রক্ষা করা। তা সে ক্রীড়াবিদ হোক বা না হোক। যা হয়েছে, তা হওয়া উচিৎ নয়। এটা খুবই সংবেদনশীল একটি বিষয়। এবং নিরপেক্ষ এবং স্বচ্ছতার সঙ্গে এই নিয়ে পদক্ষেপ করা উচিত। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুন: কেন ক্রিকেটার-ব‍্যাডমিন্টন খেলোয়াড়রা এগিয়ে আসছেন না? প্রশ্ন তুললেন ধর্নায় থাকা কুস্তিগিররা


 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version