Wednesday, November 12, 2025

স.ন্ত্রাসবাদ ইস্যুতে ‘জিরো টলারেন্স’! SCO সম্মেলনে পাকিস্তান-চিনকে একযোগে আ.ক্রমণ রাজনাথের

Date:

সন্ত্রাসবাদ (Terrorism) ইস্যুতে এবার নাম না করে পাকিস্তানকে (Pakistan) কড়া বার্তা দিল ভারত। শুক্রবার দিল্লিতে এসসিও (SCO) সদস্যভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সাফ জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে। আর সেকারণে এসসিও-র সকল সদস্য দেশকে একত্রিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানালেন রাজনাথ। শুক্রবার নয়াদিল্লির এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন এসসিও-র সচিব, চিনা প্রতিরক্ষামন্ত্রী, রুশ প্রতিরক্ষামন্ত্রী সহ বিশিষ্টরা। তবে সবাই সশরীরে উপস্থিত থাকলেও এদিনের বৈঠকে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। আর তারপরই রাজনাথ বলেন, আমাদের উচিত এক হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা। যদি সাংহাই কো-অপারেশন অর্গনাইজেশনকে আরও শক্তিশালী করতে হয়, তাহলে আমাদের একসঙ্গে এই লড়াই লড়তেই হবে।

শুক্রবার বৈঠকের শুরুতেই সভাপতি হিসাবে ভাষণ দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি সাফ জানান, সন্ত্রাস দমন করতে গেলে সদস্য দেশগুলিকে একজোট হয়ে লড়াই করতে হবে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন নিজেদের আদর্শ ছড়িয়ে দিচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। এমনকি অর্থ সংগ্রহের জন্য সাধারণ মানুষের থেকে চাঁদাও তোলার অভিযোগ উঠছে। আর এই পরিপ্রেক্ষিতে এসসিওকে যদি আরও মজবুত করে তুলতে হয়, সেক্ষেত্রে সমস্ত দেশগুলিকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

পাশাপাশি এদিন রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া বৈঠকে আফগানিস্তানের (Afghanisthan) পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রাজনাথ সিং এদিনের বৈঠকে বলেন, এই ফোরামের মাধ্যমে আমরা একে অপরের উদ্বেগের বিষয়ে জানতে পারি এবং মত বিনিময় করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম।

 

 

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version