Saturday, May 10, 2025

স.ন্ত্রাসবাদ ইস্যুতে ‘জিরো টলারেন্স’! SCO সম্মেলনে পাকিস্তান-চিনকে একযোগে আ.ক্রমণ রাজনাথের

Date:

সন্ত্রাসবাদ (Terrorism) ইস্যুতে এবার নাম না করে পাকিস্তানকে (Pakistan) কড়া বার্তা দিল ভারত। শুক্রবার দিল্লিতে এসসিও (SCO) সদস্যভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সাফ জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে। আর সেকারণে এসসিও-র সকল সদস্য দেশকে একত্রিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানালেন রাজনাথ। শুক্রবার নয়াদিল্লির এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন এসসিও-র সচিব, চিনা প্রতিরক্ষামন্ত্রী, রুশ প্রতিরক্ষামন্ত্রী সহ বিশিষ্টরা। তবে সবাই সশরীরে উপস্থিত থাকলেও এদিনের বৈঠকে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। আর তারপরই রাজনাথ বলেন, আমাদের উচিত এক হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা। যদি সাংহাই কো-অপারেশন অর্গনাইজেশনকে আরও শক্তিশালী করতে হয়, তাহলে আমাদের একসঙ্গে এই লড়াই লড়তেই হবে।

শুক্রবার বৈঠকের শুরুতেই সভাপতি হিসাবে ভাষণ দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি সাফ জানান, সন্ত্রাস দমন করতে গেলে সদস্য দেশগুলিকে একজোট হয়ে লড়াই করতে হবে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন নিজেদের আদর্শ ছড়িয়ে দিচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। এমনকি অর্থ সংগ্রহের জন্য সাধারণ মানুষের থেকে চাঁদাও তোলার অভিযোগ উঠছে। আর এই পরিপ্রেক্ষিতে এসসিওকে যদি আরও মজবুত করে তুলতে হয়, সেক্ষেত্রে সমস্ত দেশগুলিকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

পাশাপাশি এদিন রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া বৈঠকে আফগানিস্তানের (Afghanisthan) পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রাজনাথ সিং এদিনের বৈঠকে বলেন, এই ফোরামের মাধ্যমে আমরা একে অপরের উদ্বেগের বিষয়ে জানতে পারি এবং মত বিনিময় করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম।

 

 

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version