Thursday, November 13, 2025

গরমের দাপট বাড়তেই ফের বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়। সেই বজ্রপাতেই রাজ্যে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:মণিপুরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ভা.ঙচুর, আ.গুন জ্বালিয়ে দিল ক্ষিপ্ত জনতা

পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতের কারণে তিন জনের প্রাণ গেল বৃহস্পতিবার। গুরুতর জখম হয়েছেন তিন জন। তাঁদের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শালবনি থানার বাগমারিতে বজ্রপাতে জখম হন স্বপন ভুঁইয়া (৪৪) নামে এক ব্যক্তি। বিকেল ৪টে নাগাদ তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পূর্ব বর্ধমানে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত ১। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাথ হয়েছে উত্তর ২৪ পরগনা জেলাতেও। হাবড়ায় মাঠে ফসল তোলার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই কৃষকের।মুর্শিদাবাদের ৩ জন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুর-২ ব্লকের কাগ্রাম এলাকার বাসিন্দা হাবিব শেখ (২৪) এবং নেকবস শেখ (২৬)-এর মৃত্যু হয় বজ্রপাতে। স্থানীয় সূত্রে খবর, দুপুরে মাঠে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। সেই সময়েই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে জখম হওয়ার পর তাঁদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কাগ্রামে বজ্রপাতে জখম হন হেলু শেখ, আমিনুর শেখ এবং হেরু শেখ নামে তিন ব্যক্তিও। তাঁদেরও প্রথমে সালারের হাসপাতালে, পরে সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শমসেরগঞ্জের লক্ষ্মীনগরে নৌকোয় মাছ ধরে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় সালাউদ্দিন শেখ (২১) নামে এক যুবকের। গুরুতর জখম হন আরও তিন জন। তাঁদের অনুকনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version