সপ্তাহখানেক আগের ঘটনা। মালদহে একটি স্কুলে হঠাৎই হাজির হয়েছিল এক সশস্ত্র বন্দুকবাজ। ডিএসপি আজহারউদ্দিন সেই খবর পাওয়া মাত্র সেখানে হাজির হয়ে বুদ্ধিমত্তার সঙ্গে বাগে এনেছিলেন সেই বন্দুকবাজকে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল অভিভাবক, শিক্ষক,পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দারা।

নিজের প্রাণ বাজি রেখে বন্দুকবাজের হাত থেকে বিদ্যালয়ের ছাত্রীদের রক্ষা করা মালদহ জেলার ডিএসপি আজারউদ্দিন খানকে সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ সাহেব এর নেতৃত্বে এক প্রতিনিধি দল তার হাতে পুষ্পস্তবক ও উত্তরীয় তুলে দেন । দেওয়া হয় কিছু উপহার। তার এই মনোভাব আগামী দিনে সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে ভুয়োসী প্রশংসা করেন সবাই।
