Sunday, May 4, 2025

নিয়োগ দু.র্নীতি মামলায় নয়া মোড়! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ‘বরখাস্ত’ চাকরিপ্রাপকদের CBI তলব

Date:

নিয়োগ দুর্নীতি মামলায় এবার নয়া মোড়। গ্রুপ সি (Group C) নিয়োগ দুর্নীতি মামলায় এবার ‘অযোগ্য’ চাকরি প্রাপকদের তলব করল সিবিআই (CBI)। জানা গিয়েছে, চাকরি থেকে বরখাস্তদের (Sacked) মধ্যে ইতিমধ্যে ১০ জনকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। আগামী সোমবার থেকে এদের সকলকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় একটি নোটিশ (Notice) পাঠানো হয়েছে তাঁদের। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, আগামী সোমবার অর্থাৎ ১ মে থেকে সপ্তাহের বিভিন্ন দিনে তাঁদের পরপর কয়েকদিন নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরা দিতে হবে।

তবে গোয়েন্দারা প্রধানত জানতে চাইছেন এই সকল অযোগ্য চাকরি প্রাপকরা কাদের মাধ্যমে চাকরি পেয়েছিলেন। চাকরির বিনিময়ে কত টাকাই বা তাঁরা দিয়েছিলেন? শুধু তাই নয়, কীভাবে সেই টাকার লেনদেন হয়েছিল? কবে হয়েছিল? কোন এজেন্টের মাধ্যমে হয়েছিল? সেই বিষয়গুলি জানতেই এই সকল অযোগ্য চাকরি প্রাপকদের জিজ্ঞাসাবাদ করতে চাইছেন গোয়েন্দারা। সেই মর্মেই হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বরখাস্ত হওয়া এই দশজনকে ডেকে পাঠিয়েছে সিবিআই। পাশাপাশি সূত্রের খবর, বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছে তাঁদের অনেকেই মিডলম্যানের (Middleman) সাহায্য নিয়েছিলেন বলে অভিযোগ। এই চক্রে সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তাপস মণ্ডল (TapasMondal), কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ও শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Bandopadhyay)। এছাড়া গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকেও (Ayan Seal)।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে নবম দশম গ্রুপ সি পদে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। মূলত ওএমআর শিট (OMR Sheet) বিক্রিত করার অভিযোগে এই নির্দেশ দেন বিচারপতি। তবে, চাকরিহারাদের বেতন ফেরতের বিষয় নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় আদালত।

 

 

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version