Wednesday, August 27, 2025

মোদি পদবি নিয়ে অবমাননা মামলায় রাহুল গান্ধীর আর্জি নিয়ে আজ শনিবার গুজরাট হাইকোর্টে শুনানি হবে। বিচারপতি হিমন্ত পারছোক রাহুলের মামলা শুনবেন বলে শুক্রবার জানানো হয়েছে।

আরও পড়ুন:এমসিসিআই-এর উদ্যোগে ‘শিল্পের জন্য প্রতিযোগিতা আইনের গুরুত্ব’ জমজমাট

এর আগে গুজরাটের সুরাটের সেশন আদালত নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি রাখে । যার ফলে ফের নিজের আবেদন নিয়ে গুজরাট হাইকোর্টে মামলা করেন রাহুল গান্ধী।
এই মামলায় রাহুলের মূল আবেদন হল তাঁর সাজা প্রত্যাহার অথবা কারাবাসের মেয়াদ দু’বছরের কম করা হোক। তাহলেই রাহুল গান্ধী ফের লোকসভার সদস্যপদ ফিরে পেতে পারেন।এছাড়াও নিজেকে নির্দোষ দাবি করে আরও একটি মামলা সুরাটের সেশন আদালতে করেছেন রাহুল।আগামী ২০ মে মামলাটির শুনানি রয়েছে।

এদিকে, গত বুধবার হাইকোর্টের বিচারপতি গীতা গোপীর এজলাসে শুনানি শুরু পর তিনি এই মামলা থেকে সরে দাঁড়ান। যদিও বিচারপতি এই সিদ্ধান্তের কোন কারণ ব্যাখ্যা করেননি। নির্দেশে ‘নট বিফোর মি’ লিখে মামলাটি ছেড়ে দিয়েছিলেন। শনিবার নতুন বিচারপতির এজলাসে মামলা উঠবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে প্রচারের সময় কর্ণাটকে রাহুল পদবিকে নিশানা করেন। বলেন, ‘ সব মোদি চোর হ্যায়’। এরপরই রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী, বিজেপি পূর্ণেন্দু মোদি। তাঁর অভিযোগ, গোটা মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল। সেই মামলার প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দোষী সাব্যস্ত করে সুরাট আদালত। তাঁকে ২ বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক। এমনকী, সাংসদ পদও খারিজ হয়েছে রাহুল গান্ধীর!

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version