Monday, November 10, 2025

ফের জেলাসফরে মুখ্যমন্ত্রী, মালদহে প্রশাসনিক সভায় থাকতে পারেন উত্তর দিনাজপুরের আধিকারিকরাও

Date:

ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩ মে মালদহ যাচ্ছেন। ৪ মে প্রশাসনিক বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কালিয়াগঞ্জের ঘটনার পরে ওই প্রশাসনিক সভায় উত্তর দিনাজপুরের (North Dinahpur) জেলার আধিকারিকরাও থাকবেন। সেই সময়ে জনসংযোগ যাত্রায় মালদহে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে, সেই কর্মসূচিতে তৃণমূল (TMC) সভানেত্রী থাকবেন কি না সে বিষয়ে দলে তরফে কিছু জানানো হয়নি।
লোকসভা ও বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ফল ভালো হয়নি তৃণমূলের। তৃণমূলের নব জোয়ার কর্মসূচি উত্তর থেকেই শুরু করেছেন অভিষেক। এদিকে, সম্প্রতি কালিয়াগঞ্জে নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ও তাকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিপুল জলঘোলা করেছে বিরোধীরা। আক্রান্ত হয়েছে পুলিশ। দোষীদের শাস্তি নিতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। এই পরিস্থিতিতে মালদহে ৪ মে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। সূত্রের খবর, এই বৈঠকে উত্তর দিনাজপুরের জেলার আধিকারিকরাও থাকবেন। ৫ তারিখ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

সাগরদিঘির উপনির্বাচনের পরে মালদহে বাম-কংগ্রেসের তৎপরতা বেড়েছে। তৃণমূলের নব জোয়ার যাত্রায় প্রতিদিনই সাধারণ মানুষের ভিড়ে মিশে এগিয়ে চলেছেন অভিষেক। এই পরিস্থিতি একই সময়ে সেখানে মমতা-অভিষেকের একই সঙ্গে উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version