Friday, November 28, 2025

‘মোদি পদবি’ মামলায় আরও অস্বস্তিতে রাহুল! বিচারপতিদের সঙ্গে ‘বিজেপি যোগ’ নিয়ে বাড়ছে বিতর্ক

Date:

Share post:

‘মোদি পদবি’ (Modi Surname) মামলায় রাহুল গান্ধীর (Rahul Gandhi) অস্বস্তি যেন দিনে দিনে বেড়েই চলেছে। একে তো সুরাট আদালতে (Surat Court) রাহুলের মামলা যিনি শুনেছিলেন তাঁর সঙ্গে বিজেপির প্রত্যক্ষ যোগাযোগ সামনে এসেছে। এবার বাদ গেল না গুজরাট হাই কোর্টও (Gujrat High Court)। জানা গিয়েছে, বর্তমানে গুজরাট আদালতে রাহুলের মামলা যিনি শুনছেন তাঁর সঙ্গেও নাকি বিজেপির যোগাযোগ স্পষ্ট। আর এমন ‘সত্য’ সামনে আসার পরই শুরু হয়েছে বিতর্ক। এরপরই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, বিচারপতিদের (Justice) বিজেপি যোগ যেন রুটিনে পরিণত হয়েছে।

জানা গিয়েছে, সুরাটের দায়রা আদালতে সোনিয়া তনয়ের মামলা শুনেছিলেন আর পি মোগেরা। আর সেই বিচারক নাকি একসময় মামলা লড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) হয়ে। তবে এখানেই শেষ নয়, এবার গুজরাট হাই কোর্টে যে বিচারপতি রাহুল গান্ধীর মামলা শুনছেন তাঁর সঙ্গেও বিজেপির প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগ সামনে এসেছে। মোদি পদবি মামলায় সুরাটের দায়রা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে গুজরাট হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। তবে সোনিয়া তনয়ের মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি গীতা গোপির এজলাসে। কিন্তু প্রথম শুনানির দিনই বিচারপতি গীতা গোপি (Geeta Gopi) ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। এরপরই সেই মামলা গড়ায় বিচারপতি হেমন্ত প্রচ্ছকের (Hemant Pracchak) এজলাসে। শনিবারও এই মামলার শুনানি হয়। কিন্তু এর মধ্যেই বিচারপতিকে নিয়ে হাত শিবিরে আশঙ্কার কালো মেঘ উঁকি দিতে শুরু করেছে। পাশাপাশি গীতা গোপীর এজলাস থেকে কী কারণে মামলা সরে গেল তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে কি পুরোটাই বিজেপির চক্রান্ত? এমন প্রশ্ন রাজনৈতিক মহলে এখন ঘুরপাক খাচ্ছে।

এক সংবাদমাধ্যমের দাবি, এই বিচারপতি হেমন্ত প্রচ্ছক এক সময় বিজেপি নেতাদের হয়ে একাধিক মামলা লড়েছেন। এমনকী গুজরাট দাঙ্গায় অভিযুক্ত তৎকালীন মন্ত্রী মায়া কোদনানির হয়েও মামলা লড়েছেন তিনি। এছাড়াও আমেদাবাদের নারোদাগাঁও মামলায় সম্প্রতি বেকসুর খালাস হওয়া মায়া কোদনানিদের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে তাঁকে। তবে বিরোধীদের দাবি, বিজেপি ঘনিষ্ঠতার পুরস্কারও পেয়েছেন বিচারপতি হেমন্ত প্রচ্ছক। ২০১৫ সাল পর্যন্ত গুজরাট হাই কোর্টের প্লিডার হিসাবে কাজ করতেন তিনি। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁকে গুজরাট হাই কোর্টে সরকারি আইনজীবী হিসাবে নিযুক্ত করা হয়। এরপরই বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয় তাঁকে। আপাতত রাহুলের মামলা রয়েছে তাঁর হাতেই।

 

 

 

spot_img

Related articles

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...