এশিয়া যুব অ্যাথলেটিক্সে ইতিহাস গড়লেন বাঙলার রেজওয়ানা

ইতিহাস গড়লেন রেজওয়ানা মল্লিক হিনা। এশিয়ার যুব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা জিতেছেন তিনি। শুধু তাই নয়, ভেঙে দিয়েছেন আট বছরের পুরনো মিট রেকর্ড, যা একসময় গড়েছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসের। শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে এই নজির গড়েছেন হিনা।
১৬ বছরের এই কিশোরীর বাড়ি উত্তর ২৪ পরগনার নদীয়ায়। বেঙ্গালুরুর অর্জুন অজয়ের কাছে কোচিং নিয়েছেন তিনি। ৪০০ মিটার দৌড়তে সময় নিয়েছেন ৫২.৯৮ সেকেন্ড। নাসের নজির গড়েছিলেন ৫৩.০২ সেকেন্ডে। এই মুহূর্তে অনূর্ধ্ব-১৮ মহিলা বিভাগে দ্রুততম দৌড়বিদ হিনাই। দ্রুততম ভারতীয়ও তিনি।
ভারতীয়দের মধ্যে তিনি ভেঙেছেন এশিয়াডে প্রাক্তন রুপোজয়ী জিসনা ম্যাথুর (৫৩.১৪ সেকেন্ড) নজির।এ দিকে, মেয়েদের ১০০ মিটারে রুপো জিতেছেন তামিলনাড়ুর অবিনায়া রাজরাজন। ১১.৮২ সেকেন্ড সময় করেছে সে। ছেলেদের বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন স্প্রিন্ট হার্ডলার বিনোদকুমার গোন্দ এবং বাবেন্দ্র সিংহ (১০ হাজার মিটার রেস ওয়াক, ৪৩:১৬.৯৫ মিনিট)।
শুধুমাত্র সোনা জয়ই নয়, পাশাপাশি নজির গড়েছেন তিনি। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসের দখলে থাকা আট বছরের পুরনো মিট রেকর্ড, শুক্রবার ভেঙে দিয়েছেন হিনা।

 

Previous articleকোন ব্যাংক সবচেয়ে নিরাপদ, তালিকা প্রকাশ RBI- এর!
Next article‘মোদি পদবি’ মামলায় আরও অস্বস্তিতে রাহুল! বিচারপতিদের সঙ্গে ‘বিজেপি যোগ’ নিয়ে বাড়ছে বিতর্ক