Tuesday, May 6, 2025

নির্বিঘ্নেই সম্পন্ন হল জয়েন্ট এন্ট্রান্স, বাড়ল পরীক্ষার্থীর সংখ্যাও

Date:

রবিবার রাজ্যে সুষ্ঠুভাবেই সম্পন্ন হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা। রবিবার সকাল ১১ টা থেকে শুরু হয় পরীক্ষা। তবে গত বছরের তুলনায় এবার রাজ্য জয়েন্টে পরীক্ষার্থী বাড়ল (Joint Exam Examination) ২৫ শতাংশ। মোট ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষা দেন। পাশাপাশি বাড়তি পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে এবছর পরীক্ষাকেন্দ্রের (Exam Hall) সংখ্যাও বাড়ায় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ২৭৭ থেকে বেড়ে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা করা হয় ৩০৬। পাশাপাশি নিরাপত্তার কারণে এবারই প্রথম প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর (Metal Detector) ব্যবহার করা হয়।

তবে পরীক্ষাকেন্দ্রগুলির মধ্যে এরাজ্যে ৩০৩টি এবং বাকি তিনটির মধ্যে দুটি ত্রিপুরায় (Tripura) এবং অন্যটি অসমের(Assam) শিলচরে। এদিন দুই অর্ধে হয় পরীক্ষা। সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয় অঙ্ক পরীক্ষা এবং দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত হয় ফিজিক্স (Physics) ও কেমিস্ট্রি (Chemistry) পরীক্ষা।

কিন্তু এদিন পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ মেলেনি। চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন, প্রায় ১ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রী, যা গত বছরের চেয়ে ২৫ শতাংশ বেশি। তবে শুধু পশ্চিমবঙ্গই (West Bengal) নয়, বাইরের রাজ্য থেকেও পরীক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদিন বাইরের রাজ্য থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা এসেছেন তাদের জন্য চালু করা হয় বিশেষ ট্রেনও (Special Train)। বিশেষ ব্যবস্থা করা হয় শিয়ালদহ (Sealdah) রেলের শাখাতেও। পাটনা এবং হাওড়ার মধ্যে বিশেষ একটি এক্সপ্রেস ট্রেন চালানো হয়।

 

 

Related articles

ভিনরাজ্যে আক্রান্ত হলে ফিরে আসুন: বাংলার পরিযায়ী শ্রমিকদের আহ্বান মুখ্যমন্ত্রীর

ভিনরাজ্যে আক্রান্ত হলে বাংলা ফিরে আসুন পরিযায়ী শ্রমিকরা। মঙ্গলবার, মুর্শিদাবাদের (Murshidabad) সুতির সভা থেকে আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

ওয়াকফ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, সাহায্য ২৮০ পরিবারকে

ওয়াকফ আইন নিয়ে অশান্তির জেরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Samsherganj) হিংসার ঘটনার পরে পরিস্থিতিত বর্তমানে স্বাভাবিক। স্থানীয় মানুষকে হিংসায় কোনওভাবে...

রোহিতের সামনে বিরাটের রেকর্ড ছোঁয়ার হাতছানি

আইপিএলের(IPL) মঞ্চে নতুন মাইলস্টোনের সামনে রোহিত শর্মা(Rohit Sharma)। ৭৯ রান করতে পারলেই বিরাট কোহলির(Virat Kohli) সঙ্গে আইপিএলের(IPL) এলিট...

না ফেরার দেশে সদা হাস্যমুখ সাংবাদিক বাবজি সান্যাল, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের

প্রয়াত বাংলা বিনোদন জগতের অতি পরিচিত সাংবাদিক বাবজি সান্যাল (Babji Sanyal)। মঙ্গলবার, সকালে তাঁকে বাড়ির রান্নাঘরের সামনে থেকে...
Exit mobile version