Friday, November 7, 2025

নির্বিঘ্নেই সম্পন্ন হল জয়েন্ট এন্ট্রান্স, বাড়ল পরীক্ষার্থীর সংখ্যাও

Date:

রবিবার রাজ্যে সুষ্ঠুভাবেই সম্পন্ন হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা। রবিবার সকাল ১১ টা থেকে শুরু হয় পরীক্ষা। তবে গত বছরের তুলনায় এবার রাজ্য জয়েন্টে পরীক্ষার্থী বাড়ল (Joint Exam Examination) ২৫ শতাংশ। মোট ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষা দেন। পাশাপাশি বাড়তি পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে এবছর পরীক্ষাকেন্দ্রের (Exam Hall) সংখ্যাও বাড়ায় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ২৭৭ থেকে বেড়ে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা করা হয় ৩০৬। পাশাপাশি নিরাপত্তার কারণে এবারই প্রথম প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর (Metal Detector) ব্যবহার করা হয়।

তবে পরীক্ষাকেন্দ্রগুলির মধ্যে এরাজ্যে ৩০৩টি এবং বাকি তিনটির মধ্যে দুটি ত্রিপুরায় (Tripura) এবং অন্যটি অসমের(Assam) শিলচরে। এদিন দুই অর্ধে হয় পরীক্ষা। সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয় অঙ্ক পরীক্ষা এবং দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত হয় ফিজিক্স (Physics) ও কেমিস্ট্রি (Chemistry) পরীক্ষা।

কিন্তু এদিন পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ মেলেনি। চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন, প্রায় ১ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রী, যা গত বছরের চেয়ে ২৫ শতাংশ বেশি। তবে শুধু পশ্চিমবঙ্গই (West Bengal) নয়, বাইরের রাজ্য থেকেও পরীক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদিন বাইরের রাজ্য থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা এসেছেন তাদের জন্য চালু করা হয় বিশেষ ট্রেনও (Special Train)। বিশেষ ব্যবস্থা করা হয় শিয়ালদহ (Sealdah) রেলের শাখাতেও। পাটনা এবং হাওড়ার মধ্যে বিশেষ একটি এক্সপ্রেস ট্রেন চালানো হয়।

 

 

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version