Wednesday, August 20, 2025

আদানি-কাণ্ডের (Adani Case) তদন্তে শিল্পপতি গৌতম আদানির (Goutam Adani) ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, তাঁর একাধিক সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। গত ১৩ বছরে বিনোদের তিনটি সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর অনথিভুক্ত বিভিন্ন সংস্থার বিনিয়োগ সংক্রান্ত লেনদেন হয়েছে। আর এবার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গের (Hindenburg) অভিযোগের তদন্ত শেষ করতে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) কাছে আরও সময় চাইল। বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী খবর, সেবি তদন্ত শেষ করার জন্য ৬ মাস সময় বাড়ানোর আবেদন করেছে। সুপ্রিম কোর্ট সেই আবেদন গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, তালিকাভুক্ত না থাকা সংস্থাগুলির সঙ্গে আদানি গ্রুপের লেনদেন সম্পর্কিত তথ্য সেবি শনিবার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। সেবি রিপোর্টে জানিয়েছে, আগামী ২রা মে সুপ্রিম কোর্টে একটি স্ট্যাটাস রিপোর্ট (Status Report) দাখিল করা হবে। উল্লেখ্য, গত ২ মার্চ আদানি গ্রুপের তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। আর সেই কমিটিকে ২ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এবং সেবির হাতে তদন্তভার তুলে দেওয়া হয়।

এছাড়াও, সেবি সাতটি তালিকাভুক্ত কোম্পানির কাছ থেকে ইতিমধ্যে বিশদ এবং নথি চেয়েছে। এর মধ্যে রয়েছে আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার, আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস অঅ্যান্ড এসইজেড, আদানি টোটাল গ্যাস এবং আদানি উইলমার। এর মধ্যে ২০০৯-২০১০ এর আগে তালিকাভুক্ত কোম্পানিগুলির ক্ষেত্রে ১২ বছর পর্যন্ত বিশদ বিবরণ রয়েছে।

 

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version