Wednesday, August 20, 2025

নির্বিঘ্নেই সম্পন্ন হল জয়েন্ট এন্ট্রান্স, বাড়ল পরীক্ষার্থীর সংখ্যাও

Date:

রবিবার রাজ্যে সুষ্ঠুভাবেই সম্পন্ন হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা। রবিবার সকাল ১১ টা থেকে শুরু হয় পরীক্ষা। তবে গত বছরের তুলনায় এবার রাজ্য জয়েন্টে পরীক্ষার্থী বাড়ল (Joint Exam Examination) ২৫ শতাংশ। মোট ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষা দেন। পাশাপাশি বাড়তি পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে এবছর পরীক্ষাকেন্দ্রের (Exam Hall) সংখ্যাও বাড়ায় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ২৭৭ থেকে বেড়ে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা করা হয় ৩০৬। পাশাপাশি নিরাপত্তার কারণে এবারই প্রথম প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর (Metal Detector) ব্যবহার করা হয়।

তবে পরীক্ষাকেন্দ্রগুলির মধ্যে এরাজ্যে ৩০৩টি এবং বাকি তিনটির মধ্যে দুটি ত্রিপুরায় (Tripura) এবং অন্যটি অসমের(Assam) শিলচরে। এদিন দুই অর্ধে হয় পরীক্ষা। সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয় অঙ্ক পরীক্ষা এবং দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত হয় ফিজিক্স (Physics) ও কেমিস্ট্রি (Chemistry) পরীক্ষা।

কিন্তু এদিন পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ মেলেনি। চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন, প্রায় ১ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রী, যা গত বছরের চেয়ে ২৫ শতাংশ বেশি। তবে শুধু পশ্চিমবঙ্গই (West Bengal) নয়, বাইরের রাজ্য থেকেও পরীক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদিন বাইরের রাজ্য থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা এসেছেন তাদের জন্য চালু করা হয় বিশেষ ট্রেনও (Special Train)। বিশেষ ব্যবস্থা করা হয় শিয়ালদহ (Sealdah) রেলের শাখাতেও। পাটনা এবং হাওড়ার মধ্যে বিশেষ একটি এক্সপ্রেস ট্রেন চালানো হয়।

 

 

Related articles

শোস টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়ের। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে...

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...
Exit mobile version