Sunday, December 28, 2025

মোদি সরকারকে হটাতে অ-বিজেপি জোটের একজন করে প্রার্থী দেওয়ার ফর্মুলা নীতীশের!

Date:

Share post:

মোদি সরকারকে পরাস্ত করতে বিরোধী শক্তির ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়াটি শুরু হয়েছিল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতেই। ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে হটাতে এবার ৫০০ আসনে বিরোধীজোটের একজন করে প্রার্থী দেওয়ার পরিকল্পনা বিহারের মুখ্যমন্ত্রী তথা JDU প্রধান নীতীশ কুমারের (Nitish Kumar)। দেশভর বিজেপি (BJP) প্রার্থীর বিরুদ্ধে বিরোধী দলগুলি একজন প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা করছে। এতে অ-বিজেপি ভোট ভাগের সম্ভাবনা কমবে।

বেশ কয়েকদিন ধরেই অ-বিজেপি বিশেষ করে আঞ্চলিক দলগুলিকে একজোট করার কাজে নেমেছেন নীতীশ কুমার। সেই পর্যায়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা TMC সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক করেন এসপি নেতা অখিলেশ যাদব, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যান্য দলের নেতাদের সঙ্গে। নীতীশের মতে, বিজেপিকে হারাতে হলে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে বিজেপি বিরোধী ভোটকে এক বাক্সে আনতে হবে। সেই কারণে ৫০০ আসনে বিরোধীরা যাতে একজন প্রার্থী দিতে পারে, এই ফর্মুলা চাইছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

কংগ্রেস-সহ অ-বিজেপি দলগুলির কাছে এই ফর্মুলাই দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। জেডিইউ সূত্রে খবর, কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনায় এই পরিকল্পনার কথা জানিয়েছেন নীতীশ। এই নতুন Grand Alliance-এ একজন আহ্বায়ক ও একজন চেয়ারপার্সন থাকবেন। আহ্বায়ককেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হবে বলে সূত্রের খবর। জুন মাসেই এই GA-র কথা ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে বাংলার নির্বাচনেও বিজেপিকে হারাতে অ-বিজেপি ভোট একজোট করার কথা বলেছিলেন তৃণমূল নেতৃত্ব। যারা ক্ষমতায় আসতে পারবে না তাদের ভোট না দিয়ে, যোগ্য বিরোধীকেই বিজেপি বিরোধী ভোট দেয়ার আহ্বান জানানো হয়। সেই ফর্মুলাতেই নীতীশও বিজেপি-র বিরুদ্ধে একজন বিরোধী প্রার্তী দাঁড় করানোর প্রস্তাব রাখছেন বলে সূত্রে খবর।

আরও পড়ুন:আমেরিকায় ফের ব.ন্দুকবাজের হা.মলা! ম.র্মান্তিক পরিণতি এক শিশু-সহ ৫ জনের  

 

 

spot_img

Related articles

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে...

বর্ষশেষের শীতের আমেজে সামান্য বাড়ল কলকাতার উষ্ণতা 

বড়দিন থেকে জাঁকিয়ে শীত (Winter) , বছরের শেষ লগ্নেও ঠান্ডার দাপট অব্যাহত। যদিও আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সুড়ঙ্গে আটকে মেট্রো, রবিবার লাইন ধরে হেঁটে প্ল্য়াটফর্মে যাত্রীরা!

ফের ছুটির দিনে মেট্রোতে ভোগান্তি। রবিবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (Kolkata Blue Line metro) ফের যান্ত্রিক গোলযোগে...

বছরের শেষ রবিবারে পিকনিক মুডে বাংলা, ভিড় বাড়ছে চিড়িয়াখানায়-ইকোপার্ক -ভিক্টোরিয়ায়

হাতে আর মাত্র তিন দিন, তারপরেই বিদায় জানাতে হবে ২০২৫-কে। চলতি বছরের এটাই শেষ রবিবার। তাই ছুটির মেজাজে...