Thursday, August 21, 2025

প্রাথমিক নিয়োগে অংশ নিতে পারবেন বিএড উত্তীর্ণরা, নির্দেশ জাস্টিস গঙ্গোপাধ্যায়ের

Date:

চলতি বছরের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় এবার অংশগ্রহণ করতে পারবেন রাজ্যের বিএড (B.Ed) উত্তীর্ণরা। সোমবার এমন কথাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সেইমতো প্রাথমিক শিক্ষা পর্ষদকে (Board of Primary Education) নতুন করে পোর্টাল খুলে তিন সপ্তাহের মধ্যে পরীক্ষার্থীদের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন জাস্টিস গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

গত বছর প্রাথমিক স্কুলে প্রায় ১১ হাজার শিক্ষক নিয়োগের কথা জানিয়ে ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয় এই নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএড প্রশিক্ষণরতরাও অংশ নিতে পারবেন । পরে অবশ্য এই নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন , গত বছরের ২৯ সেপ্টেম্বরের আগে যে সব চাকরিপ্রার্থী বিএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। নতুন করে আবেদনের সুযোগ অবশ্য থাকছে না কিন্তু যাঁরা আগে আবেদন করেছিলেন, তাঁরা চলতি টেটে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ওই প্রার্থীদের ফল প্রকাশ করা যাবে না বলেও স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পোর্টাল খোলার কথাও বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত ডিএলএড প্রশিক্ষণ শুধুমাত্র প্রাথমিক স্কুলের জন্য। কিন্তু অনেকে বিএড সম্পূর্ণ করে আবার ডিএলএড-এর প্রশিক্ষণ নিচ্ছিলেন। ফলে পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে তাঁরা ডিএলএড যোগ্যতায় আবেদন করেন। এখন অভিযোগকারীদের বক্তব্য, তখন যদি বলা হত প্রশিক্ষণ সম্পূর্ণ করা বাধ্যতামূলক, তবে চাকরিপ্রার্থীরা বিএড দেখিয়ে আবেদন করতে পারতেন। পর্ষদের এই ত্রুটির কারণে অনেক যোগ্য প্রার্থী বঞ্চনার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আগামী ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে আদালত সূত্রে খবর।


 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version