Sunday, November 2, 2025

সাম্প্র.দায়িকতা নয়, দেশের শ.ত্রুদের বিরোধিতায় ‘দ্য কেরালা স্টোরি’!

Date:

Share post:

সিনেমার টিজার থেকেই জল্পনা শুরু। ট্রেলার মুক্তি পেতে বেড়েছে বিতর্ক। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের (Sudipta Sen) ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) কি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে তৈরি হয়েছে? কেরালার মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) ইতিমধ্যেই সোচ্চার হয়ে জানিয়েছেন এই সিনেমা নাকি ধর্মনিরপেক্ষ পরিবেশকে বিঘ্নিত করছে। বাস্তবকে ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে ছবির নির্মাতাদের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা শশী থারুরও (Sashi Tharur)। এই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন স্বয়ং পরিচালক। স্পষ্ট করে জানিয়ে দিলেন এই ছবির আসল টার্গেট, জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপ সম্পর্কে সত্যি ঘটনা মানুষের সামনে তুলে ধরা।

সিনেমা দিয়ে বিতর্ক নতুন কোন ঘটনা নয়। এর আগে দ্য কাশ্মীর ফাইলসের ক্ষেত্রেও একই কাণ্ড হয়েছিল। তখন রীতিমতো হুমকি পেতে হয় পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে। কিন্তু ‘দ্য কেরালা স্টোরি’তে এমন কি আছে? যার জন্য সুর চড়িয়েছেন রাজনৈতিক নেতৃত্বরা? ছবির ট্রেলার বলছে, কেরালা থেকে ৩২ হাজার মহিলা নিখোঁজ হয়ে যান, যাঁরা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। এখানেই যত সমস্যা। যেহেতু কেরালার ঘটনা দেখানো হয়েছে তাই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য নেতৃত্বরা ছবির বিরুদ্ধে সরব প্রযোজক বিপুল শাহ বলেন, কেরালা রাজ্যের বিরুদ্ধে ছবিতে কিছুই দেখানো হয়নি। এখানে টার্গেট জঙ্গিরা, মুসলিমরা নয়। তিনি সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ছবি দেখার অনুরোধ করেন। পরিচালক সুদীপ্ত বলছেন মাসের পর মাস পড়াশুনা করার পর এই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে তাই না জেনে অকারনে বিতর্ক বাড়িয়ে ছবির ক্ষতি করা কখনোই উচিত নয়। নির্যাতিতাদের সঙ্গে কথা বলি এই ছবির প্রতিটি দৃশ্যপট নির্বাচন করা হয়েছে বলে মত সুদীপ্তর। আগামী শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার কথা। বিতর্কে জেরে বয়কট গ্রুপের মধ্যে পড়বে না তো নতুন ছবি, আশঙ্কায় সিনেমা বিশেষজ্ঞরা।

 

spot_img

Related articles

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...