ভুয়ো কল এবং ভুয়ো এসএমএসে ঘুম ছুটেছে? কোনও দরকারি কাজ করার সময় মোবাইল বাজছে টুংটাং করে? কল রিসিভ করলেই ফোনের ওপাশ থেকে অপ্রয়োজনীয় কথা বলতে শুরু করে? এবার এমনই বিরক্তিকর কল থেকে মুক্তি পাবেন ।
আজ ১ মে থেকেই এই বড় পরিবর্তন শুরু হয়েছে। ভারতীয় টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) এর মাধ্যমে ভুয়ো কল এবং ভুয়ো এসএমএস বন্ধের নিয়মে একটি বড় পরিবর্তন আনা হয়েছে।
ট্রাই-এর পক্ষ থেকে সমস্ত টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেকের মোবাইলের ফোন কল এবং মেসেজ সার্ভিসে ইন্টেলিজেন্স স্প্যাম ফিল্টার অ্যাড করতে হবে৷ এটা থেকেই গ্রাহক ফোনে আসা ভুয়ো কল এবং মেসেজ থেকে মুক্তি পেতে পারেন।
ট্রাইয়ের দাওয়াই, ১০ নম্বরবিশিষ্ট মোবাইল নম্বরে প্রচারমূলক ফোনকল করা বন্ধ করুক টেলিকম সংস্থাগুলি। এমনকি, যিনি এ ধরনের ফোন করছেন, তাঁর ছবি এবং কলআইডি গ্রাহকের মোবাইলের পর্দায় যাতে ফুটে ওঠে, সে ব্যবস্থা করার কথাও বলেছে ট্রাই। তবে আপাতত ট্রাইয়ের প্রস্তাবে রাজি নয় টেলিকম সংস্থাগুলি। তাদের বক্তব্য, এতে গোপনীয়তা ভঙ্গ হবে ।
যদিও ট্রাইয়ের এই নির্দেশের জেরে এমন অগণিত গ্রাহক স্বস্তি পাবেন, যাঁরা নিত্যদিন ব্যস্ত সময়ে অযাচিত এমন বহু ফোনকল ও মেসেজ পান।
