Wednesday, August 27, 2025

রায়গঞ্জে বাড়ির উঠোনে বসে চা পান, রাজবংশী পরিবারের সুখ-দুঃখের কথা শুনলেন অভিষেক

Date:

কোনও আড়ম্ভর নয়, একেবারে সাদামাটা উঠোনে চেয়ার পেতে বসে বাড়ির লোকেদের সঙ্গে মাটির গ্লাসে চা পান করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে  ‘জনসংযোগ যাত্রা’য় এই মুহূর্তে উত্তর দিনাজপুরে রয়েছেন অভিষেক। সোমবার, করণদিঘিতে জনসভার পর তিনি যান রায়গঞ্জে (Raiganj)। পথে নেমে জনসংযোগ যাত্রায় তাঁর সঙ্গে দেখা করতে, হাত মেলাতে রাস্তার দু’ধারে উপচে পড়ে উৎসাহী মানুষের ভিড়। এরই মাঝে স্থানীয় এক রাজবংশী বাড়িতে ঢুকে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে দেখে আপ্লুত গৃহকর্তা থেকে পরিবারের সবাই।

মাটির গ্লাসে মালাই চা, প্লেটে রকমারি স্ন্যাকস দেওয়া হয় অভিষেককে। কুলদেবতাকে প্রণাম করে, বাড়ির প্রবীণ সদস্যার পা ছুঁয়ে আশীর্বাদ নেন তৃণমূল সাংসদ। এরপর হালকা মেজাজে কথাবার্তা বলেন বাড়ির সকলের সঙ্গেই। বৃদ্ধা থেকে বালক- সকলের কথা মন দিয়ে শোনেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনে মানুষের পছন্দের প্রার্থী বাছাই করতে ঘর পরিবার ছেড়ে রোদ-জল মাথায় নিয়ে দুমাস রাস্তায় থাকছেন অভিষেক। তৃণমূলে নবজোয়ার কর্মসূচি কোচবিহার থেকে শুরু হয়ে এদিন এক সপ্তাহ পূর্ণ হল। এখন উত্তর দিনাজপুরে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকালেও জনসভা করেছেন করণদিঘিতে। এরপর রায়গঞ্জে গেরস্থর বাড়িতে ঢুকে চা পান। অতিথি হিসেবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পেয়ে আপ্লুত পরিবার। মাটির গ্লাসে, থালায় চা, ঝুড়িভাজা, নিমকি সাজিয়ে দেন তাঁরা।  দাওয়ায় চেয়ার পেতে বাড়ির সদস্যদের সঙ্গে বসেন অভিষেক। সকলের সঙ্গে কথা বলেন অভিষেক। এর আগে ময়নাগুড়িতেও এক গৃহ শিক্ষকের বাড়িতে পাত পেড়ে ভাত, ডাল, পোস্ত, বোরোলি মাছ, দই দিয়ে মধ্যাহ্নভোজ সারেন অভিষেক। আর এদিন রায়গঞ্জে সারলেন চা-পর্ব।


 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version