Sunday, May 4, 2025

কলেজিয়াম নিয়ে জারি সংঘাত! দেশের প্রধান বিচারপতির প্রশংসা কেন্দ্রীয় আইন মন্ত্রীর গলায়

Date:

Share post:

কলেজিয়াম (Collegium) ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) সঙ্গে সংঘাত লেগেই রয়েছে। এই আবহে এবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI D Y Chandrachud) দেওয়া এক নির্দেশের প্রশংসা শোনা গেল কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুর (Central Law Minister Kiren Rijiju) গলায়। উল্লেখ্য, সম্প্রতি উত্তরাখণ্ড সিভিল জজের (Uttarakhand Civil Judge) নিয়োগ পরীক্ষায় এক প্রার্থীকে ‘স্ক্রাইব’ ব্যবহারের অনুমতি দিয়েছিলেন বিচারপতি চন্দ্রচূড়। সেই প্রার্থীর ‘রাইটার’স ক্র্যাম্প’ হয়। তাই তিনি অন্য কাউকে দিয়ে লেখানোর আবেদন জানিয়েছিলেন। প্রার্থীর অসুস্থার কথা মাথায় রেখে তাঁকে অন্য কারও সাহায্য নেওয়ার অনুমতি দেন প্রধান বিচারপতি। আর তাঁর এই নির্দেশই মন জয় করে নিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুর।

সম্প্রতি একটি টুইট বার্তায় রিজিজু লেখেন, মাননীয় প্রধান বিচারপতি ডঃ ডি ওয়াই চন্দ্রচূড়ের এই নির্দেশ মন জয় করে নিল। উত্তরাখণ্ডে বিচার বিভাগীয় পরিষেবা পরীক্ষার জন্য একজন লেখক চেয়েছিলেন। সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রার্থীকে স্বস্তি দিলেন তিনি। জানা গিয়েছে, যে প্রার্থীর এই সমস্যা ছিল এবং তিনি লেখকের আবেদন করেছিলেন, তাঁর নাম ধনঞ্জয় কুমার। উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশনের কাছে তিনি লেখকের আবেদন করেছিলেন। তবে পরীক্ষার কয়েকদিন আগেই তা খারিজ হয়ে যায়। এইমস-এর থেকে একটি মেডিক্যাল সার্টিফিকেটও জমা দিয়েছিলেন ধনঞ্জয়। তবে সার্ভিস কমিশন তাও মানতে চায়নি। এই আবহে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ধনঞ্জয় এবং পরে প্রার্থীর মেডিক্যাল সার্টিফিকেটটি দেখেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং পিএস নরসিংহ। এরপরই উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং উত্তরাখণ্ড সরকারকে একটি নোটিশ ইস্যু করে সুপ্রিম কোর্ট। আগামী ১২ মে-এর মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

পাশাপাশি এদিন একটি টুইটের স্ক্রিনশটও পোস্ট করেন রিজিজু। সেই স্ক্রিনশটে দেখা যায়, নমিত সাক্সেনা নামে একজন আইনজীবীর টুইট। তাতে নমিত লিখেছেন, আমরা রিট পিটিশন দাখিল করেছিলাম। আজ সকালে ১০টা ১৫ মিনিটে আমরা ডাইরি নম্বর পাই। এরপর সাড়ে ১০টার সময়ই প্রধান বিচারপতির এজলাসে মামলাটির উল্লেখ করি আমরা। মামলার আর্জি গ্রহণ করেন প্রধান বিচারপতি এবং সেই একই দিনে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে প্রার্থীকে লেখক ব্যবহার করার অনুমতি দেন।

 

 

 

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...