যতই ব্যস্ততা থাক ঘরনির জন্মদিন বলে কথা। ক্রিকেট (Cricket) দুনিয়া আর বলিউডকে (Bollywood) ফ্রেমবন্দি করা প্রেমের গল্পের মধ্যে বিরুষ্কা অন্যতম। কিং কোহলি(Virat Kohli) তাই স্ত্রী অনুষ্কার (Anushka Sharma birthday) জন্মদিনে নিজের মনের কথা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় (Social media)।লাইমলাইটের শীর্ষে থাকা বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma) ব্যক্তিগত জীবনকে কখনই পাবলিক ফোরামে আনতে চান না। তবে আজ বলি অভিনেত্রী অনুষ্কার জন্মদিনে গোপন কথা ফাঁস করে দিলেন বিরাট কোহলি।
দেশের নীল বা সাদা জার্সি পরে যখন মাঠে নামেন কোহলি তখন অনেক বড় দায়িত্ব থাকে কাঁধের ওপর। আইপিএলে (IPL) নিজের দলের অধিনায়কত্ব করার পাশাপাশি সংসারে নিজের দায়িত্ব পালনেও সব সময় এগিয়ে থাকেন বিরাট। স্বামী এবং বাবা হওয়ার পর থেকে এই ভারতীয় ক্রিকেটারের জীবনটা সম্পূর্ণ বদলে গেছে। নিজের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছেন বিরাট আর এই সবটা হয়েছে অনুষ্কার জন্য। অনুষ্কার জন্মদিনে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেন সেই কথাই প্রকাশ পেল। বিরাট লিখলেন, ‘তোমার সমস্ত মিষ্টি ম্যাডনেসের মধ্য দিয়ে আমি তোমাকে ভালবাসি, হ্যাপি বার্থে ডে মাই এভরিথিং।’
বলিউড গ্ল্যামার জগত থেকে অনুষ্কা অনেকটা দূরে। সন্তান জন্ম দেওয়ার পর খুব একটা বেশি সিনেমার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়নি তাঁকে। অনুষ্কার এই স্যাক্রিফাইসকে কুর্নিশ জানিয়েছেন বিরাট। তিনি অকপটে বলেছেন যে অনুষ্কা যেভাবে সবটা সামলেছেন সেটা তাঁর পক্ষে কখনোই সম্ভব ছিল না। ঘরনির জন্মদিনে পরপর দুটি ছবি পোস্ট (Post) করেছেন তিনি। আজ থেকে ছ বছর আগে ২০১৭ সালে যখন তাঁরা গাঁটছাড়া বাঁধেন তখন বিয়ের পর ৬ মাসে মাত্র ২১ দিন একসঙ্গে থাকতে পেরেছিলেন। কোভিড কালে একে অন্যের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরেছেন। যখন অনুপ্রেরণার প্রসঙ্গ আসে জীবনে, তখনই অনুষ্কার কথা আরও বেশি করে মনে পড়ে বলে জানিয়েছেন বিরাট। তিনি বলেন, ” প্রথমে আমার জীবন দর্শন পুরোটাই আলাদা ছিল। কিন্তু যখন কেউ কারও প্রেমে পড়ে, তখনই তার জীবনের সবচেয়ে ভাল জিনিসগুলি প্রভাব ফেলে। আমিও আমার জীবন দর্শনগুলি বদলাতে শুরু করি।” প্রিয় জুটির ভালোবাসার আবেগকে পাল্টা ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন নেটাগরিকরা।