Thursday, August 21, 2025

কলেজিয়াম নিয়ে জারি সংঘাত! দেশের প্রধান বিচারপতির প্রশংসা কেন্দ্রীয় আইন মন্ত্রীর গলায়

Date:

কলেজিয়াম (Collegium) ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) সঙ্গে সংঘাত লেগেই রয়েছে। এই আবহে এবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI D Y Chandrachud) দেওয়া এক নির্দেশের প্রশংসা শোনা গেল কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুর (Central Law Minister Kiren Rijiju) গলায়। উল্লেখ্য, সম্প্রতি উত্তরাখণ্ড সিভিল জজের (Uttarakhand Civil Judge) নিয়োগ পরীক্ষায় এক প্রার্থীকে ‘স্ক্রাইব’ ব্যবহারের অনুমতি দিয়েছিলেন বিচারপতি চন্দ্রচূড়। সেই প্রার্থীর ‘রাইটার’স ক্র্যাম্প’ হয়। তাই তিনি অন্য কাউকে দিয়ে লেখানোর আবেদন জানিয়েছিলেন। প্রার্থীর অসুস্থার কথা মাথায় রেখে তাঁকে অন্য কারও সাহায্য নেওয়ার অনুমতি দেন প্রধান বিচারপতি। আর তাঁর এই নির্দেশই মন জয় করে নিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুর।

সম্প্রতি একটি টুইট বার্তায় রিজিজু লেখেন, মাননীয় প্রধান বিচারপতি ডঃ ডি ওয়াই চন্দ্রচূড়ের এই নির্দেশ মন জয় করে নিল। উত্তরাখণ্ডে বিচার বিভাগীয় পরিষেবা পরীক্ষার জন্য একজন লেখক চেয়েছিলেন। সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রার্থীকে স্বস্তি দিলেন তিনি। জানা গিয়েছে, যে প্রার্থীর এই সমস্যা ছিল এবং তিনি লেখকের আবেদন করেছিলেন, তাঁর নাম ধনঞ্জয় কুমার। উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশনের কাছে তিনি লেখকের আবেদন করেছিলেন। তবে পরীক্ষার কয়েকদিন আগেই তা খারিজ হয়ে যায়। এইমস-এর থেকে একটি মেডিক্যাল সার্টিফিকেটও জমা দিয়েছিলেন ধনঞ্জয়। তবে সার্ভিস কমিশন তাও মানতে চায়নি। এই আবহে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ধনঞ্জয় এবং পরে প্রার্থীর মেডিক্যাল সার্টিফিকেটটি দেখেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং পিএস নরসিংহ। এরপরই উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং উত্তরাখণ্ড সরকারকে একটি নোটিশ ইস্যু করে সুপ্রিম কোর্ট। আগামী ১২ মে-এর মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

পাশাপাশি এদিন একটি টুইটের স্ক্রিনশটও পোস্ট করেন রিজিজু। সেই স্ক্রিনশটে দেখা যায়, নমিত সাক্সেনা নামে একজন আইনজীবীর টুইট। তাতে নমিত লিখেছেন, আমরা রিট পিটিশন দাখিল করেছিলাম। আজ সকালে ১০টা ১৫ মিনিটে আমরা ডাইরি নম্বর পাই। এরপর সাড়ে ১০টার সময়ই প্রধান বিচারপতির এজলাসে মামলাটির উল্লেখ করি আমরা। মামলার আর্জি গ্রহণ করেন প্রধান বিচারপতি এবং সেই একই দিনে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে প্রার্থীকে লেখক ব্যবহার করার অনুমতি দেন।

 

 

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version