Friday, August 22, 2025

তৃণমূলকে হারাতে না পেরে মানুষের উপর প্রতিশোধ কেন! বিজেপিকে তোপ অভিষেকের

Date:

বাংলার বঞ্চনা নিয়ে দীর্ঘদিন থেকে সরব তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে এখন দক্ষিণ দিনাজপুরে রয়েছেন অভিষেক। হরিরামপুরের সভা থেকে বাংলার টাকা আটকে রাখার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি। সরাসরি BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) নিশানা করেন অভিষেক। বলেন, এই জেলার মানুষের স্বার্থে ১০০ দিনের কাজের টাকা দিতে কেন্দ্রের কাছে দরবার করেননি বিজেপি সাংসদ। কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করে অভিষেক বললেন, “২০১৯ সালে অর্পিতা ঘোষ দাঁড়িয়ে ছিলেন। আমরা ভেবেছিলাম উনি জিতবেন। কিন্তু উনি প্রায় ৩৩ হাজার ভোটে হেরে যান। সুকান্ত মজুমদার জিতে যান। সাংসদ হওয়ার পরে তিনি হয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। যদিও এই জেলার মানুষের স্বার্থে ১০০ দিনের কাজের টাকা দিতে তিনি বলেননি। উনি একটাও চিঠি কেন্দ্রকে লেখেননি ১০০ দিনের বকেয়া টাকা দেওয়ার জন্য।”

গত বিধানসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয় বিজেপি-র। অভিষেকের কথায়, ”এঁদের গায়ে জ্বালা কারণ বাংলার মানুষ এঁদের ল্যাজেগোবরে করে হারিয়েছে। তাই এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তৃণমূলকে হারাতে না পেরে, আমার উপর রাগ করে, মানুষের উপর কেন প্রতিশোধ নিচ্ছেন? সুকান্তবাবু, শুভেন্দুবাবু, আমাকে গালাগাল দিচ্ছেন রোজ, দিন। দশটার বদলে কুড়িটা দিন। তবে বাংলার মানুষের টাকা ছেড়ে দিন।”

এদিন ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত‘ অনুষ্ঠানের ১০০তম পর্ব নিয়ে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ”মোদি মন কি বাত নিয়ে অনেক ভাষণ দিয়েছেন। কিন্তু ১০০ দিনের কাজের টাকা বন্ধ হওয়া নিয়ে গত পরশু তিনি কিছু বললেন না।”

টানা জনসভায় গলার স্বর কিছুটা বসে গিয়েছে অভিষেকের। এই নিয়ে মন্তব্য করেন বিজেপি নেতার। তার প্রেক্ষিতে তীব্র খোঁচা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ”অনেক ব্যাঙ্ক, বিদ্রুপ করেছেন৷ সুকান্ত মজুমদারকে বলব, এই ছ’টা জেলার বিধানসভায়, ছ’রাত কাটান, তার পর অন্য কথা হবে৷”


 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version