Saturday, November 15, 2025

নিষিদ্ধ হবে বজরং দল! কর্নাটকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের(Assembly Election) শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কর্নাটকে(Karnataka)। গত সোমবার কর্নাটকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। এরপর মঙ্গলবার ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস(Congress)। প্রকাশিত ইস্তেহারে কার্যত ঘুরিয়ে শাসকদলকে একহাত নিল হাত নিল গেরুয়া শিবির। মঙ্গলবার কংগ্রেসের তরফে প্রকাশিত প্রতিশ্রুতিপত্রে জানানো হয়েছে, নিষিদ্ধ ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (PFI)-র মতোই যেসব সংগঠন দেশে হিংসা ও বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে বেড়াচ্ছে তাদের নিষিদ্ধ করা হবে। এই তালিকায় রয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলও।

মঙ্গলবার প্রকাশিত ইস্তেহারে কংগ্রেসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জাতি বা ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি যে আইন ও সংবিধান পবিত্র। বজরং দল (Bajrang Dal), পিএফআই এবং অন্যান্য প্রচারকারী সংগঠনগুলি তা লঙ্ঘন করতে পারবে না। এবং প্রয়োজনে কংগ্রেস এইসব সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবে। এর পাশাপাশি বিজেপি সরকারের তরফে ১ বছরের মধ্যে যে সব জনবিরোধী ও অযাচিত আইন পাশ করা হয়েছে তা বাতিল করা হবে। যেমন, মুসলিম সংরক্ষণ আইন। এছাড়াও রাজ্যবাসীদের ২০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ, পরিবারের প্রতি মহিলা প্রধানকে মাসিক ২ হাজার টাকা করে অনুদান, দরিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারকে প্রতি মাসে নিজেদের পছন্দসই ১০ কেজি খাদ্যশস্য দান সহ একাধিক জনদরদী প্রকল্প স্থান পেয়েছে কংগ্রেসের ইস্তেহার পত্রে।

তবে কংগ্রেসের ইস্তেহারপত্রে যারপরনাই ক্ষুব্ধ বিজেপি। এপ্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপির তারকা প্রচারক হিমন্ত বিশ্বশর্মা বলেন, কংগ্রেস বজরংদলকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে ইস্তেহার পত্রে। আসলে কংগ্রেসের এই ইস্তফাপত্র হল মুসলিম তুষ্টিকরণপত্র। জিন্না থাকলেও এই ধরনের ইস্তেহারপত্র প্রকাশ করতেন না।

spot_img

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...