Friday, August 22, 2025

আসন্ন বর্ষার মরশুমে ঘূর্ণিঝড় বা সম্ভাব্য যে কোনওরকম প্রাকৃতিক বিপর্যয়ের পরে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে রাজ্য সরকার সংশ্লিষ্ট দফতরকে পারস্পরিক সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছে। বন্যা মোকাবিলায় ডিভিসি ও কেন্দ্রীয় জল কমিশনকে জলাধার থেকে জল ছাড়ার আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ছাড়াও সরাসরি রাজ্য সরকারের সঙ্গে আগাম আলোচনা করে তবেই জল ছাড়তে বলা হয়েছে।

মঙ্গলবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবার নবান্নে বর্ষার মরশুমে বিপর্যয় মোকাবিলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন। ডিভিসি, কেন্দ্রীয় জল কমিশন, আলিপুর আবহাওয়া দফতর, কৃষি, সেচ, বিপর্যয় ব্যবস্থাপনা, বিদ্যুৎ, সেনাবাহিনী, অসামরিক প্রতিরক্ষা দফতর-সহ ৪৬টি দফতরের আধিকারিকরা ছিলেন বৈঠকে। সরকারিভাবে কিছু না জানানো হলেও বড় ধরনের কোনও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকলে প্রয়োজনীয় ত্রাণ মজুত, উদ্ধারকারী দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বর্ষার আগেই সব ধরনের নিকাশি খাল ও দুর্বল নদীবাঁধ সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। জমা জলে বিদ্যুতের তার থেকে যেন কোনও দুর্ঘটনা না ঘটে তার সতর্কতায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও বৈঠকে বলা হয়েছে। দুর্যোগের আগাম সতর্কতায় নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সচেতন করতে মাইক প্রচারের ব্যবস্থা করা ছাড়াও তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনতে হবে বলে জানানো হয়েছে। বৈঠকে দুর্যোগের অনেক আগেই জেলা ও রাজ্য স্তরে কন্ট্রোল রুম খোলার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিগত বছরগুলিতে ডিভিসির অপরিকল্পিত ভাবে জল ছাড়াকেই রাজ্যে বন্যার কারণ হিসেবে তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় সেকথাই মঙ্গলবার ফের একবার করে বলে দেওয়া হল ডিভিসি এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রতিনিধিদের। বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটলে বিদ্যুৎ সংযোগ ফেরাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ দফতর এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

আরও পড়ুন- রাজ্যের লিজ দেওয়া জমি দেখিয়ে ঋণ নিতে গেলে লাগবে ‘‌প্রসেসিং ফি’‌

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version