Monday, August 25, 2025

ব্যাপক সাড়া ফেলেছে তৃণমূলে নবজোয়ার। আজ এই কর্মসূচিতেই মালদহে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় চলছে জোর প্রস্তুতি। চলছে বৈঠকের পর বৈঠকের পালা।

আরও পড়ুন:ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকে ভারতের প্রতিনিধি হয়ে যাচ্ছেন ধনকড়

সভার প্রস্তুতি জোরকদমে কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে মালদহের নালাগোলা, পাকুয়াহাট, বেগুনবাড়ি হবিবপুর, আইহো, পুরাতন মালদহ, গাজল, সামসি, চাঁচোল, মোথাবাড়ি কালিয়াচক-সহ একাধিক এলাকার প্রতিটি পথঘাট তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, দলীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট, ফ্লেক্স, ব্যানার-ফেস্টুনে মুড়ে ফেলা হয়েছে। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি প্রায় শেষ পর্বে। এরই মাঝে মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের মনে আরও বেশি উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তুলেছে। আগামী ৪ মার্চ মালদহ কলেজ অডিটরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মানিকচকে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।

এদিকে, আজ রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল ও সামসি এলাকায় জনসভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই এলাকা দুটিতে জনসভার পরিবর্তে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও হবিবপুরের বেগুনবাড়িতে জনসভাটি বাতিল হয়েছে। এর পরিবর্তে বুলবুলচণ্ডী থেকে আইহো, মহাদেবপুরে রোড শো করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রোড শো-এর প্রস্তুতি শেষ পর্যায়ে। রোড শো, জনসভাগুলিতে অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক উপস্থিত থাকবেন। সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version