GT vs DC: স্বল্প পুঁজি নিয়েও গুজরাতকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল দিল্লি

একজন লিগ টেবিলের শীর্ষে, তথা ফার্স্ট বয়। আর একজন লিগ টেবিলের একেবারে শেষে অর্থাৎ লাস্ট বয়। কিন্তু মঙ্গলবারের আইপিএলের রোমাঞ্চকর ম্যাচে সেই লাস্ট বয়ের কাছে হারতে হল ফার্স্ট বয়কে। ব্যর্থ হল মহম্মদ শামির দুরন্ত বোলিং ও অধিনায়ক হার্দিকের অর্ধশতরান। মেতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শীর্ষে থাকা গুজরাত টাইটান্সকে ৫ রানে হারিয়ে চলতি আইপিএলের তৃতীয় জয় পেল দিল্লি।

মোতেরায় এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামেন ওয়ার্নাররা। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে তারা সুপার ফ্লপ। কারনটা গুজরাতের অনবদ্য বোলিং। এদিন দুরন্ত ফর্মে ছিলেন মহম্মদ শামি। সল্ট ফিরে যান রান না করেই। ওয়ার্নার ফেরেন মাত্র ২ রান করেই। পাশাপাশি এদিন ব্যর্থ মিডিল অর্ডারও। তবে কিছুটা লড়াই চালিয়ে যান অক্ষর-আমান জুটি। অক্ষর করেন ২৭ রান। অন্যদিকে আমান হাকিম খান করেন ৫১।  শেষদিকে ১৩ বলে ২৩ রানের মূল্যবান ক্যামিও আসে রিপল প্যাটেলের ব্যাটে। গুজরাতের হয়ে বল হাতে দুরন্ত শামি। মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন শামি। দুটি উইকেট পান মোহিত শর্মা। রশিদ খান নেন একটি উইকেট।

১৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গুজরাত টাইটান্স। ৬.৪ ওভারে ৩২ রান ওঠার ফাঁকে পড়ে চার উইকেট। খলিল আহমেদের প্রথম ওভার মেডেন, ঋদ্ধিমান সাহা শূন্য রানে ফেরেন। শুভমান গিল ৭ বলে ৬, বিজয় শঙ্কর ৯ বলে ৬ ও ডেভিড মিলার ৩ বলে শূন্য রান করে আউট হন। এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন হার্দিক পাণ্ডিয়া ও অভিনব মনোহর। ১৭.১ ওভারে ৯৪ রানের মাথায় মনোহরের উইকেটটি তুলে নেন খলিল আহমেদ। মনোহর ৩৩ বলে ২৬ রান করেন। হার্দিক অর্ধশতরান পূর্ণ করেন ৪৪ বলে। তবে শেষরক্ষা হয়নি । পান্ডিয়া ৫৩ বলে ৫৯ রানে অপরাজিত থাকলেও জয় আসেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। দিল্লি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ২০ ওভারে ১২৫ রানে বেঁধে রাখে গুজরাতকে। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে এক উইকেট নেন কুলদীপ। ২টি করে উইকেট খলিল, ইশান্তের ঝুলিতে। ম্যাচ জিতেও লিগ টেবিলে শেষেই রইল দিল্লি। অন্যদিকে হেরেও ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল গুজরাতই।

আরও পড়ুন- শিক্ষক-শিক্ষিকাদের বেতন বন্ধ ১বছর! ইসিএলকে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Previous articleশিক্ষক-শিক্ষিকাদের বেতন বন্ধ ১বছর! ইসিএলকে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ