Wednesday, August 27, 2025

বিজেপির ‘বনধ সংস্কৃতি’ ফিরিয়ে আনার চেষ্টা নস্যাৎ ময়নাবাসীর!

Date:

পূর্ব মেদিনীপুরের ময়নায় (Moyna, East Midnapore) বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্ধ অসফল করলেন সাধারণ মানুষ। গাড়ি আটকে, টায়ার জ্বালিয়ে, রাস্তায় বসে বিক্ষোভের একাধিক নাটক করেও কার্যসিদ্ধি হল না গেরুয়া বাহিনীর। জোর করে দোকানপাট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে পুলিশের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে বিজেপির (BJP)কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ, জল কামান ব্যবহার করার মতো পরিস্থিতি তৈরি হয়। এদিন সকাল থেকেই ময়না, পটাশপুর, কাঁথি-সহ সব জায়গাতেই পুলিশের (Police) সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়াতে দেখা গেল বিজেপি কর্মীদের।

ইচ্ছে করে অশান্তি পাকানোর উদ্দেশ্যে সকাল থেকেই রাস্তায় নামে বিজেপি বলেই অভিযোগ। মাঠে নামেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা (BJP MLA Ashok Dinda)। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পাশাপাশি এলাকার একটি মদের দোকানে গিয়েও দোকান বন্ধ করার কথা বলেন অশোক দিন্দা। বেশ খানিকক্ষণ দোকানের মালিকের সঙ্গে বচসা করেন বিজেপি কর্মী সমর্থকেরা। দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে পদ্ম শিবির। বিজেপি কর্মীকে খুনের (BJP Worker Murder)অভিযোগে এই বনধ বলে দাবি করে, কার্যত গুণ্ডামি চালানোর অভিযোগ উঠছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্‍ধ সফল করতে ময়নার অন্নপূর্ণা বাজারে বন্‍ধ ঘিরে বিজেপির পিকেটিং চলে। বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়। অন্যদিকে বলাইপণ্ডা বাজারে রাস্তায় মিছিল করে ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার জন্য জোর করে বিজেপি। পরে বলাইপণ্ডা বাজারেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। জোর করে দোকানপাট বন্ধ করায় বিজেপি। ময়নার তিন মাথার মোড়ের কাছে বিজেপির অবরোধ তুলে দিল তমলুকের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বিজেপির এই তাণ্ডবের জেরে রীতিমতো আতঙ্কে সাধারণ মানুষ। ‘বনধ সংস্কৃতি’ ফিরিয়ে বাংলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।


 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version