Saturday, May 3, 2025

টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কাজ করেন দুই বন্ধু, নাম প্রসেনজিৎ এবং কৌশিক (Prasenjit & Kaushik) । মধ্যরাতে মদ্যপানের আসর জমে উঠেছিল। শুরুতে সেখানে আড্ডা জমলেও সময় যত এগোতে থাকে ততই ঝামেলা শুরু হয় দুই বন্ধুর মধ্যে। এরপরই চরম কাণ্ড। ঝগড়া ক্রমশ হাতাহাতির দিকে এগোতে থাকে সেই সময়ই মত্ত অবস্থায় প্রসেনজিতের শরীরে ছুরি মারেন কৌশিক। রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎকে নিকটবর্তীএম আর বাঙ্গুর হাসপাতালে (M R Bangur Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার রাতে বাঁশদ্রোণীর দীনেশ নগর এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর ১১৩ নম্বর ওয়ার্ডের বাঁশদ্রোণী থানার দীনেশ নগর এলাকায় বসেছিল মদ্যপানের আসর। সেখানে এক মহিলাকে নিয়ে দুই বন্ধুর মধ্যে আচমকা তুমুল তর্ক বিতর্ক শুরু হয়। এরপরই একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়েন বলে খবর।এই সময় পকেট থেকে ছুরি বের করে এক বন্ধু সোজা গেঁথে দেন অন্য এক বন্ধুর পেটে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন একজন। সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম প্রসেনজিৎ দাস (Prasenjit Das)। রিজেন্ট পার্ক থানার দক্ষিণ আনন্দ পল্লীর বাসিন্দা। খুনের ঘটনার পর প্রসেনজিতের পরিবারের সদস্যরা বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরই অভিযুক্ত বন্ধু কৌশিক বাড়ুইকে গ্রেফতার হয়েছে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও যে মহিলাকে নিয়ে দুই বন্ধুর ঝামেলা বলে মনে করা হচ্ছে তাঁর পরিচয় মেলেনি।


 

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version