Sunday, November 16, 2025

কংগ্রেস শুধু ‘গালির রাজনীতি’ করে: শেষ লগ্নের প্রচারে কর্নাটকে আক্রমণাত্মক মোদি

Date:

আগামী ১০ মে কর্নাটকে(Karnataka) বিধানসভা নির্বাচন(Assembly Election)। দক্ষিনের এই রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে জোর কদমে নেমে পড়েছে শাসক বিরোধী দুপক্ষই। বুধবার শেষ লগ্নের প্রচারে নেমে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একইসঙ্গে কড়া ভাষায় কংগ্রেসকে(Congress) আক্রমণ শানালেন তিনি। জানালেন, “বিরোধীরা শুধু গালির রাজনীতি করে। ওরা আমাদের হারাতে পারে না তাই গালি দেয়।”

বুধবার কর্নাটকের উত্তর কন্নড় জেলায় নির্বাচনী সভায় উপস্থিত হয়ে কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “বিরোধীরা শুধু গালির রাজনীতি করে। ওরা আমাদের হারাতে পারে না তাই গালি দেয়। কিন্তু কর্নাটকের মানুষ এই গালির রাজনীতিকে খারিজ করে দিয়েছে। এবং রাজ্যবাসী আমাকে গালি দেওয়ার জন্য কংগ্রেসকে শিক্ষা দেবে। আমরা কর্নাটককে দেশের একনম্বর রাজ্য বানাবো। যার জন্য আপনাদের বিজেপিকে ভোট দিতে হবে।”

একইসঙ্গে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “দশকের পর দশক ধরে কুশাসন চালিয়ে কংগ্রেস মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে। যার জেরে এখন মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কংগ্রেস আজও কর্নাটকের সব প্রকল্পে ৮০ শতাংশ কমিসন খেতে তৈরি হয়ে বসে রয়েছে। ৪ কোটি ২০ লক্ষ ভুয়ো গ্রাহককে কংগ্রেসকে রেশন দিয়েছে, ৪ কোটি ভুয়ো গ্রাহককে গ্যাসের সাবসিডি দিয়েছে, মহিলা কল্যানের নামে ১ কোটি ভুয়ো ব্যক্তিকে টাকা পাঠানো হয়েছে। ৩০ লক্ষ ভুয়ো পড়ুয়াকে বৃত্তি দেওয়া হয়েছে। রাজ্যের আদিবাসীদের শুধুমাত্র ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস। সব সুবিধা থেকে তাঁদের বঞ্চিত রাখা হয়েছে। কংগ্রেস দেশের প্রতিটি কোণায় সরকারি কাগজপত্রে প্রায় ১০ কোটি ভুয়ো নাম রেখেছিল। তারা যে টাকা পাবে তা কোথায় যাবে? এই টাকা কংগ্রেসের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিবাজ নেতাদের পকেটে যাচ্ছে।”

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version