Wednesday, August 27, 2025

রেখে দিলে ‘আ.লসার’, বাড়তে দিলে ‘ক্যা.নসার’: বিজেপিকে তুলোধনা অভিষেকের

Date:

৬০ দিনের জনসংযোগ কর্মসূচি হাতে নিয়ে জেলা সফরে বেরিয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। কর্মসূচির দশম দিনে মালদার ইংলিশ বাজারে(English Bazar) রয়েছেন তিনি। বৃহস্পতিবার এই কর্মসূচিতে উপস্থিত হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। নেত্রীকে পাশে নিয়েই এদিন মঞ্চ থেকে কড়া সুরে বিজেপিকে তোপ দাগলেন অভিষেক। জানালেন, “মানুষ বুঝেছে বিজেপি কী জিনিস! বিজেপিকে রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যানসার।”

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এদিনের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ মালদাতে আমাদের কর্মসূচির দশম দিন। আর এই বিশেষ দিনে আমাদের প্রিয় নেত্রী এখানে আমাদের কাছে উপস্থিত হতে পেরেছেন, এটা আমাদের কাছে গর্বের। গত কয়েকদিনে আমি মলাদার বুথে বুথে ব্লকে ব্লকে ঘুরে বেড়িয়েছি। দেখেছি মানুষ কীভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সমর্থন করছেন। তৃণমূলের প্রতি মানুষের যে ভালবাসা আমি দেখেছি তাতে স্পষ্ট যে তৃণমূলের কোনও বিকল্প নেই। পঞ্চায়েত তো বটেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল।”

এরপরই চড়া সুরে বিজেপিকে আক্রমণ শানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মালদা থেকে একজন সাংসদকে জিতিয়েছিলেন আপনারা। তাঁকে আর দেখা যায় না। মানুষ বুঝেছে বিজেপি কী জিনিস। বিজেপিকে রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যানসার। আপনার খাবে, আপনার পরবে আর আপনাকে শেষ করবে। এরা বাংলার খাচ্ছে বাংলার পরছে আর বলছে বাংলার টাকা বন্ধ করে দাও।” এরপরই জনতার উদ্দেশ্যে অভিষেক জানান, “আপনারা লড়বেন নিজেদের অধিকারের স্বার্থে। মানুষের পঞ্চায়েত গড়বেন। আমরা মাথা নত করে চলব না। শেষ রক্তবিব্দু দিয়ে লড়ব কিন্তু দিল্লি আর কাছে আত্মসমর্পণ করবো না। মনে রাখবেন আমাদের সৌজন্যতা দুর্বলতা নয়।”

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version