অমর্ত্য সেনের জমি মামলায় ধাক্কা বিশ্বভারতীর!অন্তবর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট

0
3

অমর্ত্য সেনের জমি মামলায় কোনও পদক্ষেপ নিতে পারবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। জেলা আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের জমির বিষয়ে অপেক্ষা করতে হবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি বিভাসরঞ্জন দে সাফ জানান,নিম্ন আদালতে শুনানি না হওয়া পর্যন্ত বিশ্বভারতীর তরফে কোনও পদক্ষেপ করা যাবে না। এরপরই বিশ্বভারতী কর্তৃপক্ষের অমর্ত্য সেনকে জমি খালি করা নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি।আগামী বুধবার নিম্ন আদালতে রয়েছে ওই মামলার শুনানি।

আরও পড়ুন:শুভেন্দুর রক্ষাকবচ সহ দুটি মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

কয়েকদিন আগেই পৈতৃক ভিটের ১৩ ডেসিমেল জায়গা খালি করে দেওয়ার নোটিস দেওয়া হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। ৬ মে-র মধ্যে ওই জায়গা খালি করার নোটিস দেয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ইস্যুতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অমর্ত্য সেন। ওই নোটিসকে চ্যালেঞ্জ করে মামলা করেন তিনি। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে হাইকোর্টে শুনানি হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বীরভূমের নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন অমর্ত্য সেন। কিন্তু নিম্ন আদালতের শুনানির আগেই বিশ্বভারতী কর্তৃপক্ষ আচমকাই বিজ্ঞপ্তি দিয়ে অমর্ত্য সেনকে জমি খালি করার নির্দেশ দেয়। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অমর্ত্য সেন। আবেদনে তিনি জানান, ৬ মে অর্থাৎ শনিবারের পর কর্তৃপক্ষ তাঁর জায়গা কেড়ে নিতে পারে। তাঁর দাবি, সিউড়ি আদালত তাঁর আবেদনের গুরুত্ব বুঝতে পারেনি।